World

জল নয়, এই জঙ্গলে বাস করে ৩টি তিমি

এ জঙ্গলে ৩টি তিমির বাস বহুদিনের। এই জঙ্গলকে সারা বিশ্ব চেনে এই ৩টি তিমির জন্য। বাকি এই ঘন জঙ্গল আর পাঁচটা ঘন জঙ্গলের মতই।

এ জঙ্গল সবুজে ভরা। জঙ্গলে প্রবেশ করলে অনেক জায়গায় আলো পর্যন্ত ভাল করে পাওয়া যায় না গাছের জন্য। এই ঘন জঙ্গলের আকর্ষণ কিন্তু বাঘ, ভাল্লুক নয়। বরং এই জঙ্গলের মূল আকর্ষণ এখানকার ৩টি তিমি মাছ। যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন মানুষজন।

বিজ্ঞানীরা জানাচ্ছেন এই জঙ্গল সাড়ে ৭ কোটি বছর আছে জঙ্গল ছিলনা। ছিল এক মরুভূমি। যেখানে সবুজের চিহ্নমাত্র ছিলনা। পরে টেকটনিক প্লেটের নড়াচড়ায় স্যান্ডস্টোন উপরের দিকে উঠে আসে। মাটি জমে তৈরি হয় উর্বর জমি। অবশেষে এক ঘন জঙ্গল।


জঙ্গলটির নাম হিন সাম ওয়ান। যার অর্থ হল ৩টি তিমির পাথর। এ জঙ্গল ঘন হতে পারে। এখানে অনেক জন্তু জানোয়ার থাকতে পারে। কিন্তু মানুষের মূল আকর্ষণ এই তিমি। ৩টি তিমির আকারের পাথর পাশাপাশি রয়েছে এই জঙ্গলে।

জঙ্গলটি পাহাড়ে ঘেরা। ফোউ স্যাং পাহাড়ের ধারেই এই ৩টি তিমির আকারের অতিকায় পাথর রয়েছে। যা দেখে তিমিমাছ ছাড়া আর কিছুই মনে হবেনা।


Thailand
৩ তিমির পাথর, ইউটিউব স্ক্রিনগ্র্যাব – @hatsoft2043

মনে হবে ৩টি তিমিই এখানে পাথর করে রাখা আছে। প্রকৃতির এই সৃষ্টি মানুষকে অবাক করে। থাইল্যান্ডে মেকং নদীর ধারে এই ৩টি তিমির একটি বাবা তিমি একটি মা তিমি আর একটি সন্তান তিমি হিসাবে পরিচিত।

এরমধ্যে বাবা ও মা তিমির পাথরের ওপর হেঁটে ঘোরা সম্ভব হয়। কিন্তু সন্তান তিমিতে পৌঁছনো যায়না। তা এমনই জায়গায় রয়েছে। তবে এই ৩ তিমিই এই জঙ্গলের মূল আকর্ষণ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button