World

১০৬ বছর বয়সে স্কুলের ডিপ্লোমা পেলেন শতায়ুর বৃদ্ধ

তাঁর বয়স এখন ১০৬ বছর। এই বয়সেও যে কোনও স্কুল থেকে ডিপ্লোমা হাতে পাওয়া যায় তা তাঁর ক্ষেত্রে দেখা গেল।

শতায়ু পার করে আরও কিছুটা পথ এগিয়ে গেছেন তিনি। ১৯১৮ সালে জন্মগ্রহণ করা মানুষটি এখন ১০৬ বছরের বৃদ্ধ। ১০৬ বছর বয়সটাই একটা ইতিহাস। ওই বয়স পর্যন্ত এ বিশ্বের হাতেগোনা কয়েকজনই পৌঁছতে পেরেছেন। যার মধ্যে এই অতি বৃদ্ধ একজন।

এই বয়সে বেঁচে থাকলেও মানুষ একদম সুস্থ অবস্থায় চলাফেরা করে বেড়াচ্ছেন এমনটা দেখা যায়না। একটু পরনির্ভরশীল হতেই হয়। আর্থিক দিক থেকে না হলেও জীবনযাপনের ক্ষেত্রে তো বটেই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই বয়সে পরিবারের সঙ্গে নির্ভেজাল আনন্দে দিন কাটানো যেতে পারে। কিন্তু স্কুলের ডিপ্লোমার আর কোনও প্রয়োজন থাকেনা। কিন্তু ১০৬ বছর বয়সেই এক অতি বৃদ্ধ পেলেন হাইস্কুলের ডিপ্লোমা।

যা নিতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হুইল চেয়ারেই অডিটোরিয়ামে হাজির হন। কিন্তু সম্মান গ্রহণের সময় ২ জন তাঁকে হুইল চেয়ার থেকে তুলে ধরে নিয়ে আসেন। তিনি হেঁটেই এগিয়ে এসে সম্মান গ্রহণ করেন। তাঁর হাতেই তুলে দেওয়া হয় এই ডিপ্লোমা।

সাউথ ক্যারোলিনার বাসিন্দা গ্রাম্পস-কে সম্মান জানাতেই জর্জটাউন হাইস্কুল এই বিশেষ ডিপ্লোমা প্রদান করে। কিছু মানুষের উপস্থিতিতে অডিটোরিয়ামে করতালির মধ্যে দিয়ে সাম্মানিক ডিপ্লোমা হাতে তুলে নেন ১০৬ বছরের গ্রাম্পস।

সম্মান গ্রহণের পর তাঁকে ফের হুইল চেয়ারে বসানো হয়। স্টেজেই হুইল চেয়ারে বসে হাত নেড়ে সকলকে ধন্যবাদ জানান গ্রাম্পস।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *