National

খাবার বলতে ৩ বেলাই ম্যাগি, বিবাহবিচ্ছেদ হল ইনস্ট্যান্ট নুডলসের মত

যত কাণ্ডের মূল হল ম্যাগি। একটা ইনস্ট্যান্ট নুডলস স্বামীস্ত্রীর বিবাহবিচ্ছেদের কারণ হল। যা দেখে বিচারকও তাজ্জব হয়ে গেছেন।

বিয়ের পর থেকেই শুরু সমস্যা। স্বামীস্ত্রীর ছোট্ট সংসারে খাবার বলতে কেবল ম্যাগি। নতুন স্ত্রী অন্য রান্না জানেননা। কেবল জানেন ম্যাগি বানাতে।

প্রথম দিকে নতুন বউয়ের ম্যাগি রান্না মানিয়ে নিচ্ছিলেন স্বামী। কিন্তু একটা সময়ের পর ধৈর্যের বাঁধ ভাঙে। স্ত্রী সকাল, দুপুর, রাত্রি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার ৩ প্রহরে ৩ বার করে ম্যাগি করে দেন এটা মেনে নিতে পারছিলেন না স্বামী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

প্রথমে ২ জনের মধ্যে এই নিয়ে ঝগড়া শুরু হয়। কিন্তু তরুণী স্ত্রী সাফ জানিয়ে দেন তাঁর অন্য রান্না জানা নেই। তাই তিনি ম্যাগিই রাঁধবেন।

এমনকি স্বামীর দাবি, স্ত্রী বাজার করতে বেরিয়ে ব্যাগ ভরে কেবল ম্যাগি নিয়ে আসেন। যা ৩ বেলা করে রাঁধেন ২ জনের জন্য। বাড়িতে রান্না মানেই ম্যাগি খেতে হয় তাঁকে।

বিষয়টি পারিবারিক সমস্যা বলে মনে হলেও তা আরও বড় আকার নেয়। স্বামী ও স্ত্রীর ঝগড়া চরমে উঠলে স্বামী আদালতে যান। বিবাহবিচ্ছেদ চান।

স্ত্রী ৩ বেলা করে ম্যাগি খাওয়ান এই অভিযোগে বিবাহবিচ্ছেদ চাওয়ায় বিচারকও হতবাক হয়ে যান। ২ জনকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ২ জনই নিজের জায়গায় অনড় থাকায় তিনিও নিরুপায় হয়ে দ্রুত তাঁদের বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়ে দেন।

অনেকটা ইনস্ট্যান্ট নুডলসের মতই ইনস্ট্যান্ট বিবাহবিচ্ছেদ হয়ে যায় ২ জনের। এই বিরল মামলাকে ম্যাগি কেস আখ্যা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেল্লারিতে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *