World

সর্ষের মধ্যে ভূত, ইউক্রেনের সমঝোতা প্রতিনিধি আসলে রাশিয়ার চর

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সমঝোতা প্রতিনিধিদলেই লুকিয়ে ছিল রাশিয়ার চর! বিষয়টি জানতে পেরে এক চরম পদক্ষেপ করেছে ইউক্রেন বলে দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ইউক্রেন আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে যে সর্ষের মধ্যেই লুকিয়ে ছিল ভূত। ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে সমঝোতা বৈঠকে বসছে এই যুদ্ধে ইতি টানতে। সেই বৈঠকে ইউক্রেনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ডেনিস কিরীভ। কিন্তু এরমধ্যেই ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস গোপনে কিরীভের ফোনে আড়ি পেতে জানতে পারে তিনি রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন।

আসলে ইউক্রেনের প্রতিনিধি হয়ে আসলে রাশিয়ার হয়ে কাজ করছেন তিনি। একথা জানতে পারার পরই তাঁকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের পর কিয়েভ শহরের মাঝামাঝি এক আদালতের সামনে কিরীভকে দাঁড় করিয়ে মাথায় গুলি করেন সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেনের সদস্যরা। সেখানেই মৃত্যু হয় কিরীভের। এমনই দাবি করা হয়েছে।

এভাবেই কিরীভকে দেশ বিরোধী কাজের জন্য শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমগুলি। যদিও এই খবর ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি।

রাশিয়ার চর হিসাবে সন্দেহ হওয়ায় এবং হাতে তেমনই প্রমাণ পাওয়ায় কিরীভকে দেশদ্রোহী বলে ব্যাখ্যা করে হত্যা করা হয়েছে বলে যে খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে তা নিয়ে কিন্তু মুখে কিছু বলেনি ইউক্রেন সরকার। এক রাজনৈতিক বিশ্লেষক মারিও দুবোভিকোভা কিরীভকে হত্যার কথা প্রকাশ করেছেন।

তবে ইউক্রেন সরকার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে ইউক্রেনে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর পুরো পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে এমনটা নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *