National

দমন-দিউ হেলিকপ্টার, দিউ-আমেদাবাদ বিমান পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী

গোয়ার পাশাপাশি দমন ও দিউতেও কম পর্যটক আসেন না। এখানেও পর্যটকের ভিড় লেগে থাকে বছরভর। দমন ও দিউকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ও এখানে পর্যটন সম্ভাবনা আরও বৃদ্ধি করতে শনিবার এই দুই জায়গার মধ্যে যাতায়াতে চালু হল হেলিকপ্টার পরিষেবা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এছাড়া দিউ ও আমেদাবাদের মধ্যে চালু করলেন বিমান পরিষেবা। প্রধানমন্ত্রী বলেন, গুজরাট থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসেন। তাঁদের এখানে আসতে আর সমস্যা হবে না। যা পর্যটনকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি দমনের পরিচ্ছন্নতা নিয়েও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী পরামর্শ দেন যেন এখানকার মানুষ দমনকে এমনই সুন্দর করে সাজিয়ে রাখেন।

এখনও সপ্তাহান্তে দমন বেড়াতে আসার চল গুজরাটের দক্ষিণ প্রান্তে বসবাসকারী মানুষের মধ্যে প্রবল। প্রধানত গাড়ি নিয়েই তাঁরা আসেন। ১-২দিন কাটিয়ে ফিরে যান। বিমান পরিষেবা চালু হলে এখানে আসা যাওয়া আরও অনেক কম সময়ে হবে। ফলে মানুষের মধ্যে দমন বা দিউ ঘুরতে আসার প্রবণতা বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *