Kolkata

৪ বন্ধুকে বিশ্বাস করে সপ্তম শ্রেণির ছাত্রীর দুঃস্বপ্নের পরিণতি

৪ জনই তার বন্ধুর মত। যদিও বয়সের ফারাক আছে। মেয়েটি সপ্তম শ্রেণির ছাত্রী। বয়স ১২ বছর। আর তার ৪ বন্ধুর সকলেরই বয়স ২১ থেকে ২৫-এর মধ্যে। অসম বয়স হলেও বন্ধুত্ব যথেষ্টই ছিল। এই ৪ তরুণেরই ১ জনের জন্মদিন ছিল গত বৃহস্পতিবার। সেই জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিল সপ্তম শ্রেণির ছাত্রীটিও। বন্ধুর জন্মদিনে সেও গিয়েছিল হৈহৈ করতে। অভিযোগ, সেইসময় তাকে কোনও একটি তরল খাওয়ায় ৪ বন্ধু। তরলটি খাওয়ার পরই সে প্রায় অচেতন হয়ে পড়ে।

তাকে ওই অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয় মোমিনপুরের একটি ফ্ল্যাটে। সেখানেই ওই সপ্তম শ্রেণির ছাত্রীটির সঙ্গে দফায় দফায় দুষ্কর্ম করে ৪ বন্ধু। বৃহস্পতিবার সন্ধেয় ৪ বন্ধুর হাতেই দুষ্কর্মের শিকার হতে হয় ওই কিশোরীকে। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে শুক্রবারই অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে তারা। পুলিশ জানাচ্ছে ৪ জনই স্কুলছুট।

পড়ুন : সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ৪ নাবালক

ওই ছাত্রীর ৪ বন্ধু অমরজিত চৌপাল (২১), মনোজ শর্মা (২২), বিকাশ মল্লিক (২৫) ও ঋত্বিক রাম (২৫)-কে গ্রেফতার করার পর পুলিশ জানতে পেরেছে চৌপাল ও শর্মা পর্ণশ্রীর একটি বস্তি এলাকার বাসিন্দা। এরাই প্রথমে ওই সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। পরে তারা বাকি ২ জনের সঙ্গেও তার পরিচয় করিয়ে দেয়। যাদের বন্ধু বলে বিশ্বাস করেছিল ওই ছাত্রী, তারাই তার জীবনে অন্ধকার ডেকে আনল। এদিকে তদন্তে নেমে পুলিশ যে ফ্ল্যাটে ওই ছাত্রীর সঙ্গে দুষ্কর্ম করা হয়েছিল সেই ফ্ল্যাটের মালিককেও গ্রেফতার করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button