World

পাহাড়ের চুড়ায় ১০ ফুট লম্বা মানুষের চেহারার ওরা কারা

একটি পাহাড়ের ওপর একটু দূরত্বে দাঁড়িয়ে প্রায় ১০ ফুট লম্বা মানুষের চেহারার ২ জন। ওরা কি মানুষ। নাকি অন্য কিছু। মানুষ হতেই পারেনা বলে মত অধিকাংশের।

১০ ফুট লম্বা মানুষ। তাও আবার ২ জন। তাও আবার ২ জনে একসঙ্গে এক দুর্গম পাহাড়ের চুড়োয় হাত পা নাড়ছে। একজন আবার সেই অতি দুর্গম পাহাড় দিয়ে এমনভাবে নেমে এল যেন রাজপথ দিয়ে হাঁটছে। এভাবে ওই পাহাড় থেকে নামা অসম্ভব। এমনই জানাচ্ছেন স্থানীয়রা।

তাদের অঙ্গভঙ্গি, চালচলন কিছুই মানুষের মত নয়। অমন উচ্চতাও মানুষের হয় নাকি! তাই এটা প্রায় সকলেই নিশ্চিত ওরা মানুষ নয়। কিন্তু মানুষের মতই চেহারার। তাহলে ওরা কারা?


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

একটা পাহাড়ের মাথায় তারা করছিলই বা কি? অধিকাংশই এখন মনে করছেন ওরা আসলে ভিনগ্রহের জীব। তারাই ওই পাহাড়ের ওপর নেমেছে। তারপর ওই মানুষের পক্ষে যে পাহাড়ে চড়াই মুশকিল সেখানে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে।

ব্রাজিলের ইলা দো মেল দ্বীপের এই পাহাড়ে মানুষ চড়ার চেষ্টা করেননা। এতটাই বিপদসংকুল এই পাহাড়ে চড়া। এড়িয়ে চলেন পাহাড়ের চূড়া।

সেখানেই ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবি সকলকে হতবাক করে দিয়েছে। সেই পাহাড়ে দিব্যি ঘুরছে, হাত পা নাড়ছে হুবহু মানুষের চেহারার কিন্তু প্রায় ১০ ফুট লম্বা ২ জন।

পাহাড়ের ঢালে এমনভাবে হেঁটে বেড়াচ্ছে যা মানুষের পক্ষে সম্ভব নয় বলে নিশ্চিত স্থানীয়রা। ওরা আসলে কারা? কি ওদের পরিচয়? তা এখনও এক রহস্যই সকলের কাছে। প্রায় সকলেই মনে করছেন ওরা এ গ্রহের নয় ভিনগ্রহের জীব।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *