বার-নর্তকীতে মেতে উঠেছেন উত্তরপ্রদেশের পুলিশ অফিসার

সহকর্মী মহিলা হোম গার্ডকে দিয়ে বডি মাসাজ করিয়ে কিছুদিন আগে কোপের মুখে পড়েন তেলেঙ্গানার এক পুলিশ অফিসার। এবারে বার-নর্তকীদের সঙ্গে রঙ্গলীলায় মেতে উঠতে দেখা গেল উত্তরপ্রদেশের এক পুলিশ অফিসারকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ধনেপুর অঞ্চলের গোণ্ডার একটি বারে। যে ছবি সামনে এসেছে তাতে সকলের চক্ষু চড়কগাছ। ওই অফিসারের পরনের খাকি পোশাক বলে দিচ্ছে তিনি সেইসময় কর্তব্যরত অবস্থায় ছিলেন। লাল শাড়িতে কোমর দুলিয়ে তাঁর সামনে মোহময়ী ভঙ্গিতে নেচে চলেছেন এক নর্তকী। আর তাঁর সামনে দাঁড়িয়ে আছেন ওই পুলিশ অফিসার।
নর্তকীর দিকে মুঠো মুঠো টাকা ছুঁড়ে দিচ্ছেন তিনি। মাটিতে ছড়িয়ে পড়ে থাকা সেই নোট তুলে নিচ্ছে আরেকজন ব্যক্তি। অভিযুক্ত পুলিশ অফিসারের এমন মহান কীর্তির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। অভিযুক্ত অফিসারের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তাঁর এমন অপকীর্তির বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ কি ব্যবস্থা নেয় আপাতত সেদিকেই চেয়ে সকলে।