National

মাসে ৫ থেকে ৮ লক্ষ টাকা রোজগার অটো চালকের, তবে তিনি কোনও যাত্রী বসান না অটোতে

মাসে ৫ থেকে ৮ লক্ষ টাকা রোজগার করা মানুষের সংখ্যা ভারতে দুর্লভ। কিন্তু এক অটো চালক সারা দিনে একজন যাত্রীও না তুলে ওই টাকা রোজগার করছেন।

অটো চালক তাঁর অটোতে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছে দেবেন। যার ভাড়া থেকে তাঁর রোজগার। এটাই তাঁর পেশা। কিন্তু এমন যদি হয় যে কোনও অটো চালক সকালে অটো নিয়ে বাড়ি থেকে বার হন ঠিকই, কিন্তু সারাদিনে একজন যাত্রীকেও বসান না অটোতে!

তারপরেও তাঁর রোজগার রীতিমত তাক লাগিয়ে দিতে পারে! কেবল বুদ্ধির জোরে মাসে ৫ থেকে ৮ লক্ষ টাকা রোজগার করছেন এক অটো চালক বলে দাবি করেছেন রাহুল রূপানি নামে এক ব্যক্তি। বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।

তারপরই বিষয়টি রীতিমত খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। রাহুলের দাবি, তিনি মুম্বইয়ের মার্কিন কনস্যুলেটে ভিসার জন্য গিয়েছিলেন। সেখানে তাঁকে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। ব্যাগ যে কোথাও জমা করবেন তেমন ব্যবস্থাও কনস্যুলেটে নেই।

সেই সময় তাঁকে এক অটো চালক এসে জানান ১ হাজার টাকা দিলে তিনি ব্যাগটি সুরক্ষিতভাবে রেখে দেবেন। প্রাথমিকভাবে একটা ইতস্তত ভাব থাকলেও পরে ১ হাজার টাকা দিয়েই রাহুল ব্যাগটি অটো চালকের কাছে জমা রাখেন।

রাহুল রূপানি পরে হিসাব করে বলেন, প্রতিদিন মার্কিন কনস্যুলেটে ২০ থেকে ৩০ জন তো আসেন। তাঁদের ব্যাগের জন্য ১ হাজার টাকা করে পেলেই ওই অটো চালকের দৈনিক রোজগার এবং তা গুণ করে মাসিক রোজগার অনুমেয়।

এটা অবশ্য ওই অটো চালকের একার পক্ষে সম্ভব নয়। কারণ তিনি একসঙ্গে তাঁর অটোতে এভাবে অনেক ব্যাগ রাখতে পারবেননা। তাই তিনি স্থানীয় এক পুলিশকর্মীর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ব্যাগ জমা রাখার ব্যবসা চালাচ্ছেন।

ওই পুলিশকর্মীর একটি লকার রয়েছে। সেখানে ব্যাগগুলি সুরক্ষিতভাবে রাখা হয়। কোনও পুঁজি, জায়গা, কাঁচামাল কিছু ছাড়াই যে কেবল বুদ্ধির জোরে মাসে ৫ থেকে ৮ লক্ষ টাকা রোজগার করা সম্ভব তা দেখিয়ে দিলেন এই অটোচালক।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *