National

বিরোধীদের তুকতাকেই মৃত্যু হচ্ছে বিজেপি নেতাদের, দাবি প্রজ্ঞার

যখন লোকসভা নির্বাচন চলছিল তখন তাঁকে এক সাধু পরামর্শ দেন তিনি যেন তাঁর সাধনা আরও বাড়িয়ে দেন। কারণ খুব কঠিন সময় নাকি অপেক্ষা করছে। কারণ বিরোধীরা বিজেপির বিরুদ্ধে কালো যাদুর শক্তি প্রয়োগ করছে। তুকতাক করছে। সেই সাধু আরও বলেন, যাঁরা বিজেপির জন্য নিবেদিত, দলের খেয়াল রাখেন, তাঁদের ওপর এই কালো যাদুর প্রভাব পড়বে। তিনিও নাকি টার্গেট। তাই তাঁর সাধনা আরও বাড়ানো উচিত। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। যিনি বেশি পরিচিত সাধ্বী প্রজ্ঞা নামে।

ভোপালে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রজ্ঞা বলেন, তিনি ওই সাধুর কথা তখন শুনেছিলেন। তারপর ভুলেও গিয়েছিলেন। কিন্তু তারপর এক এক করে প্রথমে সুষমা স্বরাজ। তারপর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবু লাল গৌর, তারপর অরুণ জেটলি। পরপর বিজেপি নেতাদের অকাল মৃত্যু হচ্ছে। প্রজ্ঞার প্রশ্ন তবে কী এটা ওই কালো যাদুর প্রভাব?

প্রজ্ঞার দাবি নিয়ে ইতিমধ্যেই হৈচৈ শুরু হয়েছে। বিরোধীদের তুকতাকের জেরেই বিজেপি নেতাদের অকাল প্রয়াণ হচ্ছে। এমন কথা শুনে অনেক বিরোধী নেতাই উত্তরের ভাষা খুঁজে পাচ্ছেন না। বিতর্কিত মন্তব্যের জন্য প্রজ্ঞা সিং ঠাকুর বহুকালই পরিচিত। এবার বিরোধীরা কালো যাদু করেছে বলে দাবি করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *