কালো ক্যাজুয়ালে সুন্দরী রিয়া, দেখে নিন ছবি
২৬ বছরের রিয়া এখন নিয়মিতভাবেই হিন্দি সিনেমায় সুযোগ পাচ্ছেন। তাঁর রূপের আগুনে নতুন প্রজন্মের অনেকেই কুপোকাত।
তিনি পর্দায় এলে আধুনিক প্রজন্মের অনেকেরই হৃদকম্পন দ্রুত হয়ে যায়। তিনি রিয়া চক্রবর্তী। বেঙ্গালুরুতে জন্ম। বর্তমানে মুম্বই নিবাসী রিয়া ২০০৯ সালে এমটিভি-তে টিন ডিভা হিসাবে দ্বিতীয় স্থান পান। তারপর এমটিভি-তেই কাজ শুরু করেন। ২০১২ সালে ‘তুনিগা তুনিগা’ নামে একটি তেলেগু সিনেমা দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ। প্রথম হিন্দি সিনেমা ২০১৩ সালে ‘মেরে ড্যাড কি মারুতি’। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রিয়াকে।
২৬ বছরের রিয়া এখন নিয়মিতভাবেই হিন্দি সিনেমায় সুযোগ পাচ্ছেন। তাঁর রূপের আগুনে নতুন প্রজন্মের অনেকেই কুপোকাত। সেই রিয়া নেহাতই ক্যাজুয়ালে রূপের আগুন ছড়ালেন মুম্বইয়ের বান্দ্রায়। মুম্বইয়ের অভিজাত এই এলাকায় একটি রেস্তোরাঁয় এসেছিলেন তিনি। তখনই পাপারাৎজিদের ক্যামেরার শিকার হন তিনি। দেখে নিন সুন্দরী রিয়ার সেইসব ছবি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




— সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













