Freeze Frame

জন্মদিনে পরিবার থেকে ফ্যান, সকলের সঙ্গেই সময় কাটালেন হৃতিক রোশন – ফোটো গ্যালারি

গত ১০ জানুয়ারি ৪৫ বছর পূর্ণ করলেন অভিনেতা হৃতিক রোশন। আর তাঁর মত তারকার জন্মদিনে অনুরাগীদের ভিড় জমবে না তা কী হয়! হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ঘিরে ধরেন তাঁর ভক্তরা। তাঁদের সঙ্গে মিশে যান হৃতিকও। ভক্তদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি এই বিশেষ দিনটি তিনি কাটান পরিবারের সঙ্গেও। সেখানে হাজির ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানও।

২০০০ সালে সুজান খানকে বিয়ে করার পর ২০১৪-তে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। হালে আবার তাঁরা কাছাকাছি আসতে শুরু করেছেন। এমনও কানাঘুষো শোনা যাচ্ছে সুজান-হৃতিক আবার নতুন করে সংসার পাততে চলেছেন। হৃতিকের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু তেমনই ইঙ্গিত মিলছে। দেখে নিন হৃতিক রোশনের জন্মদিনে পরিবার থেকে ভক্তদের সঙ্গে তাঁর সময় কাটানোর সেসব বিরল মুহুর্তের ছবি।

Hrithik Roshan
জন্মদিনে হৃতিক রোশন, ছবি – আইএএনএস
Hrithik Roshan
জন্মদিনে হৃতিক রোশন, ছবি – আইএএনএস
Hrithik Roshan
জন্মদিনে হৃতিক রোশন, ছবি – আইএএনএস
Hrithik Roshan
জন্মদিনে হৃতিক রোশন, ছবি – আইএএনএস
Hrithik Roshan
ভক্তদের মাঝে জন্মদিনে হৃতিক রোশন, ছবি – আইএএনএস
Hrithik Roshan
ভক্তদের মাঝে জন্মদিনে হৃতিক রোশন, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button