ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার শীলা খান এখন চর্চার কেন্দ্রে। অবশ্যই তাঁর পোশাকের অভিনবত্ব ও উত্তাপে মোহিত সকলে। এক এক জন মডেল তাঁর পোশাক ভাবনায় সেজে ব়্যাম্পে হাজির হয়েছেন আর চোখ আটকে গেছে সকলের। চোখ সরানোর সুযোগ পাননি কেউ।
মূলত সাদা এবং কালোর বৈপরীত্যের মধ্যে দিয়ে এক অদ্ভুত আবেশ তৈরি করেছেন তিনি। পোশাকেও প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন নজরকাড়া। ভারতীয় কাজ থেকে পাশ্চাত্য কাটিং মিলেমিশে একাকার। এরমধ্যে দিয়েই ব়্যাম্পে উষ্ণতার ছোঁয়া দিলেন শীলা খান। দেখুন সেসব ছবি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)