State

সন্তান ফর্সা হল কি করে? শিশুকে খুন করল বাবা


ফর্সা হওয়ার অপরাধে প্রাণ গেল ২৪ মাসের এক শিশুর। কালো হলে হয়ত এই যাত্রায় বেঁচে যেত সে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ২৪ মাসের আয়ু নিয়েই মায়ের কোল ছেড়ে চলে যেত হল শিশুটিকে। বজবজের এমএন সরকার রোডের ১১ নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ। ২ বছর আগেই তাদের পরিবারে আসে এক পুত্রসন্তান। তবে সন্তানকে দেখে খুশি ছিল না তার বাবা। স্বামী-স্ত্রী দুজনেই কালো। তবে সন্তান ফর্সা হয় কি করে? অভিযোগ এই সন্দেহের জেরে স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি করত ফিরোজ। চলত স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার। অশান্তি লেগেই থাকত পরিবারে। পাড়া প্রতিবেশিদের কাছেও ফিরোজে একাধিকবার এই সন্দেহ প্রকাশ করত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।


গত রবিবার শিশুটির নিথর দেহ উদ্ধার হয় বিছানায়। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে অনুমান করেন পাড়ার লোকজন। ঘটনাটি ঘটার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ফিরোজকে ঘর থেকে বার করে স্থানীয় বাসিন্দারা ব্যাপক মারধর করেন। পরে অবশ্য সকলের হাত ছাড়িয়ে চম্পট দেয় ফিরোজ। ফিরোজের বাড়ির লোকজনের দাবি, সর্দি-কাশির জন্যই মারা গেছে ২৪ মাসের ওই শিশুটি।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *