National

কুরুক্ষেত্রে গীতা মহোৎসব

মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে। সেখানেই অর্জুন স্বজনদের বিরুদ্ধে লড়াই করতে অস্বীকার করে অস্ত্র ত্যাগ করেন। তখন তাঁকে গীতার বাণী শোনান তাঁর রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। হিন্দু আধ্যাত্ম্যচেতনার অন্যতম পীঠস্থান সেই কুরুক্ষেত্রে শুরু হতে চলেছে গীতা মহোৎসব। আগামী ৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। যেখানে প্রতিদিনই নানা ইভেন্ট পালিত হবে। দেশ বিদেশ থেকে বহু স্বনামধন্য ব্যক্তিত্ব এতে অংশ নেবেন। এবার গীতা মহোৎসবে সহযোগী দেশ হিসাবে থাকছে মরিশাস। সহযোগী রাজ্য হিসাবে থাকছে গুজরাট।

এক এক দিন এক একটি ইভেন্ট হবে। যারমধ্যে ডিসেম্বর ১৩ থেকে ১৮ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি। ১৩ থেকে ১৫ পর্যন্ত হবে গীতা সম্মেলন। ১৬ ডিসেম্বর হবে সন্ত সম্মেলন। ১৮ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ হাজার ছাত্র একসঙ্গে ‘অষ্টাদশ শ্লোকি গীতা’ পাঠ করবেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *