State

অফিস টাইমে বেলঘরিয়া স্টেশনে তুলকালাম

পলতার কাছে ওভারহেড লাইনে সকালে তার ছিঁড়ে যায়। ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। যার প্রভাব পড়ে ট্রেন চলাচলে। সময়ে অনেক ট্রেনই যাতায়াত করতে পারেনি। ফলে এদিন বেলঘরিয়া স্টেশনে ট্রেন ঢুকতে দেরী হয়। যা অফিস টাইমের যাত্রীদের মনের ক্ষোভ বাইরে বার করে আনে। সঙ্গে ছিল স্টেশনে সঠিক ঘোষণার অভাব নিয়ে অভিযোগ।

যাত্রীদের অভিযোগ, কী পরিস্থিতি, কেন দেরী, কত দেরী হবে ট্রেন আসতে তার ঘোষণা হয়না। আর ঘোষণা হলেও ঠিকঠাক শোনা যায়না। ফলে বোঝাই যায় না কখন ট্রেন ঢুকবে। এই সব পুঞ্জীভূত অসন্তোষ এদিন রেল অবরোধ থেকে ইট বৃষ্টির মধ্যে দিয়ে ফেটে পড়ে। যাত্রীদের হামলায় স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রায় ১ ঘণ্টা অবরোধ থেকে ইট বৃষ্টি সবই চলে। পরে অবস্থা আয়ত্তে এলেও বেলঘরিয়ার এই তুলকালামের জেরে দুপুর পর্যন্ত শিয়ালদহ উত্তর শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *