National

পাকিস্তান থেকে ঢুকছে গরম বাতাস, ইতিহাসের পাতায় জায়গা করল দিল্লির পারদ

দিল্লিতে প্রতি বছর প্রবল গরম পড়ে। তাবলে পারদ চড়তে চড়তে একেবারে ৪৮ ডিগ্রিও যে কখনও ছুঁতে পারে তা বোধহয় কল্পনাও করতে পারেননি দিল্লিবাসী। বাস্তবে কিন্তু সেটাই হল। দিল্লির পারদ সোমবার ছুঁয়ে ফেলল ৪৮ ডিগ্রি। যা দিল্লির ইতিহাসে একটা রেকর্ড। কারণ আজ পর্যন্ত দিল্লিতে এত উঁচুতে পারদ কখনও পৌঁছয়নি। আপাতত ৪৮ ডিগ্রিতে কার্যত ঝলসে যাচ্ছে রাজধানী। হাওয়া অফিস জানাচ্ছে, পাকিস্তান ও রাজস্থান থেকে শুকনো গরম বাতাস হুহু করে ঢুকছে দিল্লিতে। এই গরম শুকনো বাতাস পারদ চড়িয়ে দিচ্ছে।

গত সপ্তাহের শেষের দিকে ৪৬ ডিগ্রিতে দিল্লির পারদ পৌঁছয়। তাতেই নাভিশ্বাস উঠে গিয়েছিল দিল্লিবাসীর। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এতদিন ছিল ৪৭.৮ ডিগ্রি। ২০১৪ সালের ৯ জুন এই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এটাই ছিল দিল্লির ইতিহাসে রেকর্ড তাপমাত্রা। সোমবার তা পার করল পারদ। গড়ল নতুন রেকর্ড। ৪৮ ডিগ্রি ছুঁল দিল্লি। যা আপাতত পুড়িয়ে দিচ্ছে গোটা শহরটাকে। মানুষ আশ্রয় নিয়েছেন ঘরের মধ্যে।

গত ২ সপ্তাহ ধরে দিল্লিতে একটা বিন্দু বৃষ্টির জল পড়েনি। এদিকে শুকনো গরম বাতাস ঢুকেই চলেছে। বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছেনা। সব মিলিয়ে পারদ এমন এক ভয়ংকর উচ্চতা ছুঁয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। শুধু দিল্লি বলেই নয়, ভারতের উত্তর, মধ্য ও পশ্চিম প্রান্ত বেশ কিছুদিন ধরেই চরম গরমে নাজেহাল। বৃষ্টির দেখা নেই। এদিকে গরম চড়ছে। বেলা একটু বাড়লেই রাস্তাঘাট সুনসান হয়ে যাচ্ছে। মানুষ হয় ঘরে অথবা অফিসের মধ্যেই ঢুকে থাকছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *