National

ক্ষমা চাইলেন না সলমন খান

ধর্ষণ সংক্রান্ত মন্তব্যকে ঘিরে বিতর্কে জাতীয় মহিলা কমিশনের পাঠান চিঠির উত্তর দিলেন বলিউড তারকা সলমন খান। তাঁর আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে উত্তর দেন তিনি। তাঁর নতুন ছবি সুলতানের শ্যুটিংয়ের পর বাইরে বেরিয়ে তাঁর নিজেকে ধর্ষিত নারীর মত মনে হত। কতটা পরিশ্রম করে তিনি কাজ করতেন তা জানাতে গিয়ে এমন এক উপমা দিয়ে বিতর্কে জড়ান সলমন। দেশ জুড়ে বিভিন্ন মহল থেকে ভর্ৎসনার শিকার হন তিনি। তারপর থেকে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সলমন খান। যদিও তাঁর বাবা সেলিম খান ছেলের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। কিন্তু সলমনের প্রতিক্রিয়া জানতে চেলে তাঁকে চিঠি দেয় জাতীয় মহিলা কমিশন। কমিশনের সামনে সলমনকে হাজিরারও নির্দেশ দেওয়া হয়। যদিও সেই চিঠির উত্তর তখনই দেননি বজরঙ্গি ভাইজান। অবশেষে বুধবার উত্তর দিলেন তিনি। আর সেই উত্তরে তাঁর তরফে কোনও ক্ষমা চাওয়ার ইঙ্গিত পায়নি মহিলা কমিশন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button