World

ইরাকের কারবালায় মহিলা মানববোমা, মৃত ৩০


ইরাকের কারবালা। শিয়া মুসলিমদের পবিত্র শহর। এখানেই সকালে তখন ব্যস্ত মুসায়িব বাজার। ভিড়ে মিশে সেখানে আর পাঁচজন মহিলার মত হাজির হয় এক মহিলা। কিন্তু কে জানত যে ওই মহিলাই এখুনি নিজেকে শেষ করে দেবে। সঙ্গে কেড়ে নেবে অনেক প্রাণ। ছড়িয়ে দেবে আতঙ্ক। পুলিশ জানিয়েছে, ভিড়ে মিশে আচমকাই নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় ওই মহিলা। মুহুর্তে ব্যস্ত বাজার শ্মশানের চেহারা নেয়। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে মৃতদেহ। অনেকের দেহাংশ পড়ে আছে রাস্তায়। রক্তে ভেসে যাচ্ছে রাজপথ। আগুনে জ্বলছে গাড়ি, দোকান। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোছানো বাজার এলাকা। এই ঘটনার এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টা নাগাদ শহরের বাস টার্মিনাসে আরও এক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেখানে কারও মৃত্যু হয়নি। গায়ে বিস্ফোরক বাঁধা ব্যক্তি উড়ে গেলেও বাকিরা সুরক্ষিত। ৪ জন আহত হন এই ঘটনায়। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস।


 





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *