National

ট্রেনেও থাকবে বিমানের মত ব্ল্যাকবক্স, যাত্রীসুরক্ষায় নয়া পদক্ষেপ রেলের

এবার থেকে ট্রেনেও বিমানের মত ব্ল্যাকবক্সের ব্যবহার হবে। এক রেল আধিকারিক সোমবার জানান, দুর্ঘটনার বিষয়ে বিশদে জানতে ও চালকদের সঙ্গে সংযোগ ব্যবস্থা আরও উন্নত করতে শীঘ্রই ট্রেনে ভয়েস রেকর্ডার বা ব্ল্যাকবক্স বসানো হবে। রেল মন্ত্রকের ওই আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ভারতীয় রেল লোকো ক্যাব ভয়েস রেকর্ডিং ডিভাইস বা এলসিভিআর ট্রেনের ইঞ্জিনগুলিতে বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইঞ্জিনে ভিডিও বা ভয়েস রেকর্ডার থাকলে তা দুর্ঘটনার পর তদন্তকারীদের গুরুত্বপূর্ণ তথ্য পেতে সহায়তা করবে। এই সব তথ্য দুর্ঘটনার সঠিক কারণ ও দুর্ঘটনার জন্য দায়ীকে চিহ্নিত করতে সাহায্য করবে। গতিপথের বিভিন্ন সমস্যা, চালকদের কার্যক্ষেত্রে সম্মুখীন হওয়া বাস্তবিক সমস্যা সহ বিভিন্ন মানবিক ভুলত্রুটি নির্ধারণেও সাহায্য করবে এই যন্ত্রগুলি।

প্রসঙ্গত, গত মাসেই রেল বিশেষ সেন্সরযুক্ত স্মার্ট কোচের ব্যবহার শুরু করেছে। এই কোচগুলির ব্যবহারে বিয়ারিং, চাকা ও রেললাইনে কোনও ত্রুটি থাকলে তা আগেভাগেই টের পাওয়া সম্ভব।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *