Sports

নীরজের হাত ধরে ইতিহাস, অলিম্পিকসে ভারতের সেরা নজির

অলিম্পিকসের আসর শুরুর পর থেকে টোকিও অলিম্পিকসেই ভারত সেরা পারফর্মেন্স দেখাল। অন্যদিকে নীরজ চোপড়ার হাত ধরে লেখা হল নয়া ইতিহাস।

অলিম্পিকসের অ্যাথলেটিক্সে এর আগে মিলখা সিং, পিটি ঊষার মত কিংবদন্তিও অংশ নিয়েছিলেন। কিন্তু এদিন নীরজ চোপড়া যে ইতিহাস লিখলেন তা এই প্রথম ভারতের কোনও অ্যাথলিট অলিম্পিকসের আসরে লিখে এলেন।

ভারতের নামের পাশে সোনার পদকটা এই প্রথম এল নীরজের হাত ধরে। লেখা হল এক ইতিহাস। সেইসঙ্গে ভারত এদিন আরও একটি রেকর্ড গড়ল।

অলিম্পিকসের আসরে এটাই ছিল ভারতের সেরা পারফর্মেন্স। টোকিও অলিম্পিকসে সবচেয়ে বেশি পদক জিতল ভারত। ৭টি পদক ছিনিয়ে নিল তারা। যার মধ্যে রয়েছে ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ।

এর আগে ভারতের সেরা পারফর্মেন্স ছিল ২০১২ সালের লন্ডন অলিম্পিকসে। সেখানে ৬টি পদক জেতে ভারত। ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। তারপর টোকিওতে জিতল ৭টি পদক।

যদিও এবার টোকিও থেকে আরও পদক পেয়ে ভারতের মোট পদক প্রাপ্তি ২ অঙ্কে যাবে বলে মনে করেছিলেন অনেকে। ভারত এবার সবচেয়ে বেশি প্রতিযোগী পাঠিয়েছিল অলিম্পিকসে। ১২৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকসে।

ভারত এখনও পর্যন্ত অলিম্পিকসের আসর থেকে সাকুল্যে ২৮টি পদক জিতেছে। যার মধ্যে ১১টিই এসেছে হকি থেকে। বাকিটা অন্য খেলা।

এদিন নীরজের সোনা জেতার সঙ্গে সঙ্গে ভারত পদক তালিকায় ৬৬ থেকে উঠে আসে ৪৭ নম্বরে। এদিন নীরজ চোপড়াকে সোনা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্যরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *