Sports

আইএসএল শিল্ড জিতল মোহনবাগান, ইতিহাসের পাতায় সবুজ মেরুন

আইএসএল-এর ইতিহাসে এই প্রথম লিগ শিল্ড জিতল সবুজ মেরুন। মুম্বই সিটি এফসি-কে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস গড়ল ইতিহাস।

আইএসএল-এ এদিনের ম্যাচটা ছিল কার্যত ফাইনাল। প্রথম লিগ শিল্ড জয়ের স্বাদ পাওয়ার দরজায় দাঁড়িয়েছিল আন্তোনিও হাবাসের ছেলেরা। যুবভারতীর রং সন্ধে নামতেই সবুজ মেরুনে ছেয়ে গিয়েছিল। মেরিনার্সরা তাকিয়ে ছিলেন জয়ের দিকে। কারণ মুম্বই জিতলেও চ্যাম্পিয়ন, ড্র করলেও তাই।

অন্যদিকে মোহনবাগানের সামনে একটাই পথ। জিততেই হবে এই দ্বৈরথ। তাও কাদের বিরুদ্ধে? এই আইএসএল-এ মোহনবাগান ছাড়া যাদের ধারাবাহিকতা নজর কেড়ে নিয়েছিল সেই মুম্বই সিটি এফসি-র। খেলা শুরুর আগে যারা পয়েন্ট টেবিলে মোহনবাগানের আগে ছিল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন খেলার শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল মোহনবাগান। হাবাস অসুস্থতা কাটিয়ে মাঠে হাজির ছিলেন। সেটা বাড়তি উৎসাহের কাজ করেছে। আর ছিল যুবভারতীর অসংখ্য দর্শকের মোহনবাগানের জন্য গলা ফাটানো।

খেলা শুরুর পর মোহনবাগানের আক্রমণের ধার ছিল বেশি। কোলাসোর একটি হেড বার পোস্টে ফেরত আসাটা দুর্ভাগ্যের ছিল। তবে সেই লিস্টন কোলাসোই এক দুরন্ত শটে ২৮ মিনিটের মাথায় মোহনবাগানকে ১ গোলে এগিয়ে দেন।

সুযোগ মুম্বইও পেয়েছে। কিন্তু প্রথমার্ধে জালে বল জড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিন্তু মুম্বই অন্য রূপ নিয়ে নামে। প্রথম থেকেই তাদের আক্রমণের ধার যেমন আরও বাড়ে, তেমনই মোহনবাগানকে কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছিল।

দ্বিতীয়ার্ধে মুম্বই সুযোগ বেশি পেয়েছে। কিন্তু মোহনবাগানের কয়েকটি আক্রমণ ছিল ভয়ংকর। খেলার ৮০ মিনিটের মাথায় সবুজ মেরুনের লিগ শিল্ড জয় অনেকটা নিশ্চিত করে দেন পরিবর্ত হিসাবে নামা জেসন কামিন্স।

দুরন্ত শটে গোল করে মোহনবাগানকে ২ গোলে এগিয়ে দেন জেসন। তারপর কেমন যেন গা ছাড়া দেয় মোহনবাগান। খেলায় সময় নষ্ট করাটাই একমাত্র লক্ষ্য হয়ে ওঠে গোটা দলটার।

সেই সুযোগে পাল্টা মরিয়া আক্রমণে ৮৯ মিনিটের মাথায় মোহন গোলে বল জড়ান মুম্বইয়ের লালিয়ানজুয়ালা ছাংতে। ফের মাঠে স্তব্ধতা নামে। তারওপর ইনজুরি টাইম মেলে ৮ মিনিট।

৮ মিনিটে আরও একটা গোল তো করে দিতেই পারে মুম্বই। তাহলেই হাতছাড়া হবে শিল্ড জয়ের আশা। এই অবস্থায় আরও বড় ধাক্কা আসে মোহন শিবিরে যখন হ্যামিল ২ বার হলুদ কার্ড দেখার জন্য লাল কার্ড দেখে মাঠের বাইরে যান।

ফলে মোহনবাগানকে ১০ জনে খেলতে হয়। তবে মোহন রক্ষণে শেষ বাঁশি বাজা পর্যন্ত দাঁত বসাতে পারেনি মুম্বই সিটি এফসি। যারা এবার মোহনবাগানের কাছে হেরে কেবল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগই হারাল না, তারা আইএসএল-এ এই প্রথম মোহনবাগানের কাছে হারল।

পরিসংখ্যান বলছে এর আগে মোহনবাগান ৮ বার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএল-এ খেলেছে। সেখানে মুম্বই ৬ বার জিতেছে। ২ বার খেলা ড্র হয়েছে। মোহনবাগান কখনও জিততে পারেনি।

এই প্রথম মুম্বই সিটি এফসিকে আইএসএল-এ হারিয়ে দিল মোহনবাগান। এও এক শাপমুক্তি। ম্যাচের সেরা হন দিমিত্রি পেট্রাটোস। এটা সকলেই মেনে নিচ্ছেন দিমিত্রির পায়ের ছোঁয়াতেই এবার শিল্ড ঘরে তুলল মোহনবাগান। শিল্ড জিতে সাড়ে ৩ কোটি টাকা জিতল মোহনবাগান। আর ভারতীয় ফুটবলের রং আবার হল সবুজ মেরুন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *