World

পৃথিবীর শহর আচমকা বদলে গেল মঙ্গলগ্রহের শহরে

মনে হবে পৃথিবীতে নয়, মঙ্গলগ্রহে পৌঁছে গেছেন। লাল গ্রহের মতই চারধার কমলা আভায় ঢেকে গেছে। এমন কাণ্ডে অবাক এবং ভীত বিশ্বের সুপ্রাচীন শহরের বাসিন্দারা।

বেশ ছিল চারধার। পরিস্কার আকাশের পূর্বাভাস ছিল। এ এমন শহর যেখানে বাসিন্দাদের সঙ্গে ভিড় লেগে থাকে পর্যটকদেরও। বিদেশি পর্যটকেরা সারাবছর এখানে ভিড় জমান। সেই শহরের আকাশ আচমকাই কমলা হয়ে গেল।

আকাশ কমলা, শহর কমলা। গোটা শহরটা কমলা হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে ভীতি ছড়ায়। অনেকে ভয় পেয়ে যান। প্রশাসনের তরফ থেকে মানুষকে যতটা সম্ভব বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়।

রাস্তায় থাকলেও মাস্ক পরার অনুরোধ করা হয়। কায়িক পরিশ্রম থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। সেসব তো হল, কিন্তু কেন এমন অবস্থা? এটাই ছিল বাসিন্দাদের প্রশ্ন।

বিবিসিতে প্রকাশিত খবর অনুযায়ী, সাহারা মরুভূমি থেকে প্রচুর ধাতব ধূলিকণা ঝড়ের সঙ্গে উড়ে আসে গ্রিসের আথেন্স শহর সহ আশপাশের জায়গায়। ফলে সুপ্রাচীন শহর আথেন্স ঢেকে যায় কমলা রংয়ে।


এটা হয় যখন সাহারা থেকে বয়ে আসা ধূলিকণার ঝড় ও উচ্চ তাপমাত্রা মিশে যায়। যেটা এবার হয় আথেন্সে। ফলে সেখানকার আকাশ কমলা হয়ে যায়।

এতটাই কমলা হয়ে যায় চারধার যে দেখে মনে হয় যেন পৃথিবীর কোনও স্থান নয়, এটা মঙ্গলগ্রহের কোনও শহর। এমন অদ্ভুত কমলা আলোয় ঢেকে যায় আথেন্স শহর যে অনেকেই মুখে মাস্ক লাগিয়েও বেড়িয়ে পড়েন বাড়ি থেকে। ছবি তুলতে শুরু করে দেন।

এমন ঘটনা তো সচরাচর দেখা যায়না। তাই বিরল ঘটনাকে ক্যামেরাবন্দি করতে কার্পণ্য করেনি আথেন্সবাসী। খতিয়ান বলছে এমন এক পরিস্থিতি এর আগে ২০১৮ সালেও তৈরি হয়েছিল আথেন্সে। আবহবিদরা জানাচ্ছেন, অনেক সময় সাহারা থেকে এমন ধাতব ধূলিকণার ঝড় ইউরোপে হানা দেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button