Astro Tips
সকালে ঘুম থেকে উঠে তাঁকে দেখলে অর্থপ্রাপ্তি নিশ্চিত
সকালে ঘুম থেকে উঠে কাকে দেখলে অর্থপ্রাপ্তি নিশ্চিত!

এখানে যে বিষয়টির কথা উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজটির কথা বলছি তাতে বড় ধরনের কোনও আর্থিক খরচের মধ্যে বা আদৌ কোনও ব্যয় চিন্তায় পড়তে হবে বলে মনে হয় না।
যাঁরা নানান সমস্যায় আছেন, মনে হচ্ছে যেন কোনও কিছু ঠিকঠাক চলছে না বা সবকিছুর মধ্যেও কিছুটা আরও ভাল হলে ভালো হত, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই বিষয়টি যাচাই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির দরজায় কোনও ভিখারি এসেছে ভিক্ষার জন্য, এমনটা দেখলে কাউকে ধার দেওয়া টাকা আদায় হবে, না চাইলেও। — তথ্য — শিবশংকর ভারতী