SciTech

গুগল খুললেই দারুণ সব খেলার সুযোগ, খুঁজতে হচ্ছে লাল দরজা

গুগল তার ডুডলকে কাজে লাগিয়ে প্রায়ই নান চমক দেয়। তবে এদিনের চমকটা যেন একটু বেশিই আলাদা। একগুচ্ছে খেলার সুযোগ থাকছে ডুডলে।

কম্পিউটারে গেম খেলতে অনেকেই ভালবাসেন। আর যাঁরা তা ভালবাসেন তাঁদের জন্য একটা দারুণ সুযোগ দিল গুগল ডুডল।

জাপানে এদিন অলিম্পিকসের খেলা শুরুর আগেই যে কেউ মন ভাল করে নিতে পারেন গুগলে খেলে। আর তার জন্য কোনও গেমিং সাইটে যেতে হবেনা। গুগলের ডুডলেই এই সুযোগ অপেক্ষা করছে সকলের জন্য।

ডুডল খুললেই সেখানে খেলার সুযোগ দিচ্ছে গুগল। কাজে লাগাতে হবে কিবোর্ডের কি। তাকে এদিক ওদিক করেই খেলতে হবে।

খেলা আবার খুঁজেও নিতে হচ্ছে এখানে ওখানে গিয়ে। সেটাও একটা আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং বিষয়। খেলা লুকিয়ে আছে লাল গেটের ওপর।

কিন্তু সেই লাল গেটটি খুঁজে নিতে হচ্ছে জঙ্গল, মাঠ, বাগান, জল পার করে। অনেক জায়গায় ঘুরেও লালা দরজা পাওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে ছোটাছুটি।

সবমিলিয়ে মানুষের মধ্যে লুকিয়ে থাকা খেলতে চাওয়া মনটাকে তরতাজা করে দিয়েছে এদিনের এই অভিনব ডুডল। অনেকেই এদিন প্রয়োজনীয় কিছু জানতে গুগল সার্চ করতে যান। কিন্তু তার আগেই তাঁদের চোখ আটকায় ডুডলে।

ডুডলে যে মোশন অ্যানিমেশন কিছু রয়েছে তা বুঝতে অসুবিধা হয়নি কারও। ফলে তা দেখার চেষ্টা করেন অনেকেই। আর তখনই তাঁদের অবাক করে বেরিয়ে আসে গেম খেলার সুযোগ। যা দেখে সার্চ ভুলে বহু মানুষ একটু খেলে নিয়েছেন ডুডলে। মন ভাল করে নিয়েছেন নিজেদের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *