Sports

অলিম্পিকের মশাল দৌড়ে ১০৯ বছরের বৃদ্ধাও

বিশ্বের সবচেয়ে বড় খেলাধুলার আসর অলিম্পিক। সেই অলিম্পিক শুরুর আগেই তার টর্চ বয়ে সকলকে চমকে দিলেন ১০৯ বছরের বৃদ্ধা।

অলিম্পিক শুরুর আগে প্রথা মেনে তার মশাল বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছয়। তারপর শেষে আসে যে দেশ আয়োজন করছে সেই দেশে। অলিম্পিক আসরের এই প্রথায় এবার চমক দিল জাপান।

জাপানের ১০৯ বছরের বৃদ্ধা শিগেকো কাগাওয়া এই অলিম্পিক মশাল হাতে নিয়ে এগিয়ে দিলেন। নারা প্রিফেকচারের মধ্যে দিয়ে যাওয়ার সময় কাগাওয়ার উৎসাহ নজর কাড়ে সকলের।

১৯১১ সালে জন্ম হওয়া কাগাওয়ার এই বয়সেও অলিম্পিক মশাল বওয়া গোটা বিশ্ব জুড়ে হৈহৈ ফেলে দিয়েছে। ২০১৬ সালে ব্রাজিলে হয়েছিল রিও অলিম্পিকস। সেখানে অলিম্পিকের মশাল নিয়ে পথে হেঁটেছিলেন ১০৭ বছরর আইদা মেনডেস। সেই রেকর্ড ভেঙে দিলেন কাগাওয়া।

তবে এখানেই চমকের শেষ নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এখন বিশ্বের প্রবীণতম নাগরিক হলেন ১১৭ বছরের কেন তানাকা। জাপানের এই মহিলাও এবার অলিম্পিক মশাল বইতে চলেছেন।


মশালটি ফুকুওয়া প্রিফেকচার দিয়ে আগামী ১২ মে যাব। সেই সময় তানাকার ওই মশাল বহন করার কথা রয়েছে। যা অবশ্যই গোটা বিশ্বের কাছে একটি দেখার মত বিষয় হতে চলেছে।

আপাতত ১১৭ বছরের বৃদ্ধার এই অলিম্পিক মশাল বহন দেখার জন্য উঁচিয়ে আছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button