Entertainment

রক্ত বন্ধ হচ্ছেনা, শাহরুখ খানকে নিয়ে হাসপাতালে ছুটলেন সকলে

রক্ত বন্ধ হচ্ছেনা সুপারস্টার শাহরুখ খানের। এটা দেখার পর আর সময় নষ্ট না করে দ্রুত সকলে তাঁকে নিয়ে ছুটলেন হাসপাতালে।


শাহরুখ খান ফের খবরের শিরোনামে উঠে এলেন। তবে এবার সকলের উদ্বেগ বাড়িয়ে। বিশেষত তাঁর অগণিত অনুরাগী যথেষ্ট উদ্বিগ্ন। জওয়ান সিনেমার একটি শ্যুটিংয়েই এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা।


লস অ্যাঞ্জেলস-এ একটি শ্যুটিং চলাকালীন শাহরুখ খান আচমকাই নাকে আঘাত পান। নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সেই রক্তপাত বন্ধ হচ্ছিল না। এই অবস্থায় শ্যুটিং বন্ধ করে সকলে তাঁকে নিয়ে ছোটেন হাসপাতালে।


চিকিৎসকেরা শাহরুখকে পরীক্ষা করার পর জানিয়ে দেন সাধারণ কোনও চিকিৎসায় হবেনা। অপারেশন করতে হবে। নাকে একটি ছোট অপারেশন করতে হয় চিকিৎসকদের। শাহরুখের নাকে অপারেশন করার পর নাকে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়।

লস অ্যাঞ্জেলস থেকে সবে মুম্বই ফিরেছেন শাহরুখ। তবে ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। শাহরুখ খান সুস্থ হয়ে উঠছেন।


তবে শাহরুখের এটাই প্রথম অস্ত্রোপচার এমনটা নয়। এর আগেও শ্যুটিংয়ে আঘাত পাওয়া এবং তার জেরে অস্ত্রোপচার তাঁর হয়েছে। যে তালিকায় রয়েছে হাত, পিঠ, হাঁটু, বুকের পাঁজরা। এসব অপারেশন তাঁর হয়েছে।


হাতে অস্ত্রোপচারের পর সেই অবস্থাতেই তিনি কেকেআর-এর একটি শ্যুটিং করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল নাকও। ঠিক কীভাবে এবং কোথায় আঘাত লাগে তা পরিস্কার করে জানা যায়নি।


এদিকে শাহরুখের জওয়ান মুক্তির অপেক্ষায়। যে সিনেমায় শাহরুখকে এমন এক চরিত্রে নাকি দেখা যেতে চলেছে যা এর আগে কখনও শাহরুখকে করতে দেখা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *