Entertainment

হবু শ্বশুরমশাইয়ের সঙ্গে সেলফি, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা-রণবীর?

মিয়াঁ বিবি রাজি তো ক্যায়া করেগা কাজী। কিন্তু বিয়ের ব্যাপারে তো কাজী, মানে অভিভাবকের অনুমতি না নিলে চলবে না। তাই কি বলিউডের ‘পদ্মাবতী’ দীপিকার মনের ‘লুটেরা’ রণবীর সিং ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন প্রেমিকার বাবার সঙ্গে? বলিউডে এখন এই নিয়েই জল্পনা তুঙ্গে। কানাঘুষোর সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় রণবীরের পোস্ট করা একটি ছবিকে ঘিরে।

রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে পাড়ুকোন-দ্রাবিড় স্পোর্টস এক্সেলেন্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফিতে কাটতে আসেন রণবীর সিং। সেখানে রাহুল দ্রাবিড়, অভিনব বিন্দ্রা, বিশ্বনাথন আনন্দসহ বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্বদের সঙ্গে ছবি তোলেন তিনি। তার মধ্যে একটি ছবিতে বর্তমান প্রেমিকা দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের পাশে হাসি মুখে দেখা যাচ্ছে রণবীরকে।

ছবিতে প্রকাশকে ‘ব্যাডমিন্টনের দেবতা’ বলে উল্লেখ করেছেন দীপিকার বর্তমান মনের মানুষ। ২০১৭ সালে বিশ্ববাসীকে চমকে দিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন দুই তারকা জুটি বিরুষ্কা। আগামী দিনে সুখী দাম্পত্য জীবনের শুভেচ্ছা জানিয়ে বিরাট ও অনুষ্কাকে বিশেষ উপহার পাঠিয়েছেন অনুষ্কার প্রাক্তন রণবীর আর তাঁর বর্তমান প্রেমিকা দীপিকা।

তবে কি খুব শীঘ্রই বলিউড শুনতে চলেছে বহুচর্চিত এই তারকা জুটির বিয়ের নহবত? সময় আর স্বয়ং পাত্র-পাত্রীই প্রশ্নের উত্তর জানেন। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button