Entertainment

অল্পের জন্য রক্ষা পেলেন হেমা মালিনী

রবিবারের প্রবল ধুলোঝড় ও বৃষ্টির জেরে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। অজস্র গাছ উপড়ে পড়েছে। বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই শোচনীয় যে এখনও সেভাবে অবস্থা সামলে উঠতে পারেনি প্রশাসন।

রবিবার এই দুর্যোগের মধ্যেই মথুরায় একটি জনসভা সেরে ফিরছিলেন বলিউড তারকা তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। তখন ভালই ঝড় হচ্ছিল। গাড়িতে ছিলেন হেমা। প্রবল ঝড়ে রাস্তার মাঝেই একটি গাছ উপড়ে যায়। তাঁর কনভয়ের ওপর এসে পড়ে গাছটি। হুড়মুড়িয়ে পড়া গাছটি আগেই দেখে নেন হেমা মালিনীর গাড়ির চালক। ফলে তিনি তৎপরতার সঙ্গে গাড়িটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।

চালক তৎপর না হলে বড় ধরণের দুর্ঘটনার শিকার হতে হত হেমা মালিনীকে। পরে তাঁর সুরক্ষার দায়িত্বে থাকা কর্মীরা ও চালক হেমা মালিনীকে সুরক্ষিতভাবে হোটেলে পৌঁছে দেন। অল্পের জন্য এ যাত্রায় রক্ষা পান হেমা মালিনী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button