National

কৃষকদের সঙ্গে শস্য কেটে বইলেন হেমা মালিনী

ভোট বড় বালাই! ভোট পেতে কি কি না করতে হয়! যেমন অভিনেত্রী হেমা মালিনীকে মাঠে গিয়ে গম কাটতে হল। তাও এই পচা গরমে। শুধু কী কাটা! সেই শস্যের বান্ডিল নিয়ে বেশ কিছুটা রাস্তা হাঁটতেও দেখা গেল তাঁকে! কৃষকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হেমা মালিনীর মত অভিনেত্রীর এই গম কাটা দেখতে গ্রামের মাঠে ভিড় জমে যায়। গোবর্ধন এলাকায় সোমবার প্রচারে গিয়ে মাঠে নেমে পড়েন এই অভিনেত্রী সাংসদ।

মথুরা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি সাংসদ তিনি। ২০১৯ নির্বাচনে বিজেপির টিকিটেই ফের তিনি মথুরার প্রার্থী। হেমা মালিনী এদিন বলেন, তিনি প্রচারে বেরিয়ে দেখছেন গ্রামের কৃষি জমিতে ভরে আছে সোনার মত গম। কৃষকদের এই শস্য ফলাতে কী কষ্ট সহ্য করতে হয় তা বুঝতে চান তিনি। তাই নেমে পড়েন মাঠে। সেখানে তখন কাজ করছিলেন মহিলারা। মাঠ থেকে পাকা গম ঘরে তোলার কাজ। তিনিও কাজে হাত লাগাতে চাওয়ায় মহিলারা সকলেই তাঁকে স্বাগত জানান। এরপর হেমা মালিনী বেশ কিছুটা গম কাটেন। পাকা শস্যের বান্ডিলও বয়ে নিয়ে যান কিছুটা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

হেমা মালিনীর গম কাটার কথা ছড়িয়ে পড়তেই কটাক্ষ শুরু করে বিরোধীরা। হেমা মালিনীর এই কাজকে ‘নৌটঙ্কি’ অর্থাৎ নাটুকে কাজ বলে কটাক্ষ করে তারা। যদিও হেমা মালিনী তাঁর ভোট পাওয়া নিয়ে অনেকটাই নিশ্চিত। মথুরায় কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন মহেশ পাঠক। সপা-বসপা জোট প্রার্থী কুঁয়ার নরেন্দ্র সিং।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *