Entertainment

নিজের বুকের দুধ নিজের কাজেও লাগান বিখ্যাত গায়িকা, কি কাজে জানলে অবাক হবেন

মাতৃদুগ্ধ শিশুর কাছে অমৃত সমান। তবে তা যে মায়ের নিজের কাজেও লাগতে পারে তা জেনে অনেকেই অবাক। কথাটা অবশ্য নিজেই সকলকে জানিয়েছেন বিখ্যাত গায়িকা।

তাঁর বয়স এখন ২৮ বছর। সন্তানের জন্ম হয়েছে ২০২১ সালে। পুত্র সন্তানের মা তিনি। আবার পেশায় তিনি গায়িকা। বিশ্বজোড়া তাঁর নামডাক। আবার সন্তানের জন্মের পর নিজেকে সুন্দর রাখার চেষ্টাতেও ত্রুটি রাখেননি তিনি।

সন্তান প্রসবের পর তাকে স্তন্যদুগ্ধ পান করাতে শুরু করেন তিনি। আর তখনই তিনি বুঝতে পারেন কেবল সন্তান নয়, তাঁরও কাজে আসছে এই স্তন্যদুগ্ধ। যা তাঁর একান্তই নিজের।

উইদাউট মি খ্যাত গায়িকা হ্যালসে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর সন্তানের খাদ্যের পাশাপাশি তাঁর স্তন্যদুগ্ধ তিনি তাঁর সৌন্দর্য রক্ষায় কাজে লাগান। তাঁর বুকের দুধই তাঁর ত্বক পরিচর্যার সবচেয়ে বড় উপাদান বলে জানিয়েছেন হ্যালসে।

তাঁর ত্বক পরিচর্যার রুটিনও তিনি বদলে ফেলেছেন বলে জানিয়েছেন এই গায়িকা। সন্তানের জন্মের পর সবচেয়ে ভাল ত্বক পরিচর্যার উপাদান তিনি পেয়ে গেছেন বলেও জানিয়েছেন হ্যালসে।

কেন তাঁর স্তন্যদুগ্ধ তাঁর ত্বক পরিচর্যার জন্য অনন্য তাও পরিস্কার করেছেন এই মার্কিন গায়িকা। হ্যালসে জানিয়েছেন, স্তন্যদুগ্ধে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট থাকে। আর থাকে ভাল ফ্যাট।

ত্বককে দ্রুত সুন্দর করে তুলতেও স্তন্যদুগ্ধ দারুণ উপকারি বলে দাবি করেছেন হ্যালসে। তাঁর সন্তানকে নিয়েও দারুণ খুশি হ্যালসে। সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবিও দিয়েছেন তিনি। দিয়েছেন কিছু বিরল মুহুর্ত কাটানোর চিরন্তন ছবিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button