Entertainment

দৈহিক মিলন মাঝপথে থামিয়ে কাজটি সারেন বিখ্যাত গায়ক

তাঁর পার্টনারের সঙ্গে দৈহিক মিলনে ব্যস্ত ছিলেন তিনি। আচমকা তা মাঝেই থামিয়ে দেন। কাজটি সারেন। তারপর ফের প্রেমিকার সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হন।


তাঁর জনপ্রিয়তা তাঁকে প্রসিদ্ধ করেছে। তিনি একাধারে গায়ক, গীতিকার। তিনি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দেওয়ার সময় জীবনের এক অত্যন্ত গোপন কাহিনি প্রকাশ করলেন।


তিনি খোলাখুলি জানান, সেদিন প্রেমিকার সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত ছিলেন তিনি। সেই সময় আচমকাই তাঁর মাথায় খেলে যায় লাইনগুলি। তিনি দৈহিক মিলন মাঝপথে থামিয়ে চট করে কাগজ কলম হাতে তুলে নেন। তারপর লিখে ফেলেন বিখ্যাত গান মার্কস অন মাই নেক।


মার্কিন গায়ক চার্লি পুথ তাঁর সেদিনের কাহিনি ভাগ করে নিলেন সাক্ষাৎকারে। গানটি মনে আসতে তিনি দৈহিক মিলনের মাঝেই গিয়ে গানটি লেখা সেরে ফের ফিরে আসেন। তারপর ফের লিপ্ত হন মিলন সুখে।

এমন এক ঘটনা হয়তো সকলকে জানানোর মত নয়। কিন্তু চার্লি একথা বলতে কুণ্ঠা বোধ করেননি। যেমন তিনি এটাও জানিয়েছেন যে তিনি প্রায়ই নিজেকে পোশাকহীন অবস্থায় দেখেন।


আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দেহের প্রতিটি অংশ ভাল করে পর্যবেক্ষণ করেন চার্লি পুথ। এটা করতে তাঁর ভাল লাগে। নিজের দেহকে ভালবাসা ভুল নয় বলেই জানান তিনি।


চার্লি এটাও জানান যে তিনি মনে করেন তাঁকে পোশাকহীন অবস্থায় দেখতে খারাপ লাগে না। নিজেকে ভালবাসা ভুল নয় বলেই মনে করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *