Entertainment

বিছানায় কার্তিককে পেলে অবাক হবেন না তিনি, সুন্দরী আলিয়ার প্রতিক্রিয়া

পারিবারিক সূত্রে সিনেমার পর্দায় জায়গা করে নেওয়ার চল বলিউডে নতুন নয়। অনেক তারকাই ছেলে মেয়েকে সিনেমায় সুযোগ করে দেন। যেমন করে দিলেন পূজা বেদী। এক সময়ে বলিউডে আলোড়ন ফেলা পূজা বেদীর মেয়ে আলিয়া কিন্তু যথেষ্ট সাহসী। আর তা তিনি আত্মপ্রকাশের আগেই বুঝিয়ে দিলেন। একটি সাক্ষাৎকারে রীতিমত অকপট আলিয়া। যা বললেন তাতে অনেকেই কে এই আলিয়া বা তাঁকে কেমন দেখতে তা জানতে ইন্টারনেটে সার্চ শুরু করে দিয়েছেন।

এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ‘লাভ আজ কাল’-এর ট্রেলারে কার্তিক আরিয়ান ও সারা আলি খানের ঘনিষ্ঠ দৃশ্য দেখার পর তিনিও কার্তিকের সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্য করতে প্রস্তুত। আরও একধাপ এগিয়ে তিনি জানিয়েছেন, যদি তিনি ঘুম থেকে উঠে বিছানায় কার্তিককে দেখেন তাতে তিনি অবাক হবেন না। আলিয়ার এতটা খোলামেলা সাহসী উত্তর খুব দ্রুত তাঁকে খবরের শিরোনামে তুলে এনেছে।

আলিয়া এখন ডেবিউ-র অপেক্ষায়। তাঁর ডেবিউ সিনেমা হতে চলেছে ‘জওয়ানি জানেমন’। যেখানে তাঁকে দেখা যাবে সইফ আলি খান ও তাবুর সঙ্গে। আলিয়া জানিয়েছেন, তিনি সবরকমের প্রশ্নের উত্তর দিতে নিজেকে তৈরি রাখেন। তাঁর দাবি, স্বজনপোষণ নিয়ে প্রশ্নের উত্তর দিতে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে তেমন পটু নন। কিন্তু তিনি তৈরি। তিনি বলিউডে টিকে থাকতে এসেছেন বলেও জানান আত্মবিশ্বাসী আলিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *