Kolkata

রহস্যজনকভাবে উধাও রোগী

এম আর বাঙুর হাসপাতাল থেকে রহস্যজনক ভাবে উধাও রোগী। বছর ৮০-র সুনীল দত্তের গত শনিবার রাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। কিভাবে হাসপাতালের এতজন কর্মী ও নার্সদের সামনে থেকে তিনি উধাও হয়ে গেলেন তা স্পষ্ট নয়। নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের দাবি, ভর্তি হওয়ার পর ২ দিন হাসপাতালের বেডেই ছিলেন সুনীলবাবু। স্যালাইন চলছিল তাঁর। শুক্রবার পরিবারের লোকজন দেখাও করেন তাঁর সঙ্গে। কিন্তু, শনিবার থেকে বৃদ্ধ সুনীলবাবুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। হাসপাতালের ভিতর তন্নতন্ন করে খুঁজলেও তাঁর কোনও সন্ধান পায়নি পরিবার। পুলিশের কাছে অসুস্থ সুনীলবাবুর নিখোঁজ হওয়ার ডায়রি হাসপাতালের তরফ থেকে করা হয়।

এদিকে সুনীলবাবুর পরিবারের দাবি, তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানাননি। যদিও সুনীলবাবুর পরিবারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা ওই পরিবারকে শুক্রবারই বৃদ্ধের নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন।

কয়েকদিন আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একইভাবে এক রোগী নিখোঁজ হয়ে যান। তারপর সেই রোগীর মৃতদেহ উদ্ধার হয় নিকটবর্তী রেল লাইন থেকে। এইভাবে হাসপাতাল থেকে রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে। উদ্বেগ ও আশঙ্কায় রয়েছেন সুনীলবাবুর পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *