World

পোষা কুকুরের কান কামড়ে দিলেন মালিক

কুকুর কামড়ালেও মানুষ পাল্টা তাকে কামড়াতে যায় না! প্রচলিত এই আপ্তবাক্যটির অবশ্য ধার ধারেননি প্যাট্রিক ক্যাম্পবেল। ফ্লোরিডার ল্যানটানা এলাকার বাসিন্দা এই যুবক অন্য ধাতুতে গড়া। তা নাহলে কি তিনি নিছক শিক্ষা দিতে তাঁর পোষ্যের কান কামড়ে দিতেন! মানুষ হয়ে এমন পশুর মত আচরণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুবকের নামে ঢি ঢি পড়ে গেছে গোটা এলাকায়।

ল্যানটানা এলাকার যে আবাসনে যুবক থাকেন, সেই বাড়িতে তাঁর সঙ্গে থাকত দিমিত্রি। ২ বছরের সাইবেরিয়ান হাস্কি কুকুরটি ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গী। গত ৯ মের ঘটনা। মনিবের সিগারেটের প্যাকেট নিয়ে মনের আনন্দে খেলতে শুরু করে দেয় দিমিত্রি। দাঁত দিয়ে সে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় মনিবের নেশার বস্তু। ঘরের অন্য জিনিসেরও ক্ষতি করে সে। দিমিত্রির এমন হুজ্জুতিতে চটে লাল হয়ে যান ওই যুবক। পোষ্যকে সহবত শেখাতে আরও এক প্যাকেট সিগারেট কিনে আনেন তিনি। অভিযোগ, সেইসময় রাগের মাথায় প্যাট্রিক দিমিত্রির ঘাড় চেপে ধরে তাকে মারধর করেন। সবশেষে প্রবল আক্রোশে তিনি তার কুকুরের কান কামড়ে গভীর ক্ষত করে দেন। জেরায় যুবক তাঁর পাশবিক কাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

যুবকের প্রতিবেশিদের থেকে খবর পেয়ে পরের দিন অর্থাৎ ১০মে প্যাট্রিকের বাড়ি হানা দেয় পুলিশ। সেখানে যুবকের ঘরে একটি অন্ধকার জায়গায় খাঁচায় বন্দি জখম কুকুরটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। কুকুরের মালিককেও গ্রেফতার করা হয়। আপাতত দিমিত্রির জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজ করা হচ্ছে। অভিযুক্ত যুবক আর কোনওদিন কোনও পশুপাখি পুষতে পারবেননা বলে নির্দেশ দিয়েছে আদালত।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button