Sports

ফর্মে ফিরতে বিরাট কোহলিকে আরও ২ সন্তানের পিতা হওয়ার পরামর্শ

বিরাট কোহলির ফর্ম একদম ভাল যাচ্ছেনা। এর মধ্যেই তাঁকে এক অন্য পরামর্শ দিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার। আরও ২ সন্তানের পিতা হওয়ার পরামর্শ দিলেন তিনি।


ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। চিরকাল আইপিএল-এ তিনি আরসিবি-র হয়েই খেলেন। এতদিন অধিনায়কত্ব সামলানোর পর এবার তিনি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তবে খেলছেন দলের হয়ে।


কিন্তু বিরাটের সেই খেলা কোথায় যেন উধাও হয়ে গেছে। একেবারেই ফর্মে নেই তিনি। পরপর শূন্য রানেও ফিরেছেন তিনি।


একমাত্র গুজরাট টাইটানস-এর বিরুদ্ধে ৫৩ বলে ৫৮ রানের একটি ইনিংস বাদ দিলে বিরাট একেবারেই ছন্দে নেই। বিরাটকে ছন্দে ফেরা নিয়ে পরামর্শ দিতে দিয়ে এবার তাঁকে অন্য পাঠ দিলেন বিশ্বখ্যাত অজি তারকা তথা দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম ব্যাটার ডেভিড ওয়ার্নার।

ডেভিড বিরাটের উদ্দেশ্যে জানিয়েছেন যে ফর্ম খারাপ সব খেলোয়াড়ের জীবনেই হয়ে থাকে। এজন্য চিন্তিত হওয়ার কিছু নেই।


বিরাটকে মনে করিয়ে দিয়েছেন ফর্ম জিনিসটি সাময়িক হতে পারে, কিন্তু খেলার মান চিরকালীন। বিরাট যেন খেলার বুনিয়াদি বিষয় থেকে না নড়েন।


David Warner
ফাইল : বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার, ছবি – আইএএনএস

এগুলো ছিল ক্রিকেটীয় পরামর্শ। কিন্তু এই ফর্ম খারাপের সময় বিরাটকে অন্য এক পরামর্শও দিয়েছেন এই অজি তারকা। তিনি বিরাটকে পরামর্শ দিয়েছেন বিরাট যেন আরও ২ সন্তানের পিতা হন।


ভালবাসাকে উপভোগ করার পরামর্শই দিয়েছেন তিনি। যা শুনে অনেকেই হতবাক। কিন্তু এটাও ঠিক যে মন ভাল থাকলে ফর্মে ফেরার রাস্তাও প্রশস্ত হবে। হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন ওয়ার্নার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *