Entertainment

দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধলেন বিরাট অনুষ্কা

দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এবারও সকলের তরফ থেকে শুভেচ্ছাই পেয়েছেন ২ সেলেব্রিটি কর্তাগিন্নি।

ফের একবার গাঁটছড়া বাঁধলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিয়ের পিঁড়িতে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বসেছিলেন তাঁরা। ইতালিতে এই ২ সেলেব্রিটির বিয়ের ছবি নিতে কম কালঘাম ছোটেনি পাপারাৎজিদের। সেই রূপকথার বিয়ের পর তাঁদের জীবনে এসেছে ছোট্ট কন্যা ভামিকা।

তবে সংসার জীবনের বাইরেও বিরাট তাঁর ক্রিকেট দুনিয়ায় এবং অনুষ্কা তাঁর অভিনয়ের জীবনে সফলভাবেই কাজ চালিয়ে যান। শুরু করেন ফাউন্ডেশনও। বিরাট কোহলি ফাউন্ডেশন তৈরি করেন বিরাট এবং অনুষ্কা শর্মা ফাউন্ডেশন শুরু করেন অনুষ্কা।

এবার এই ২টি ফাউন্ডেশন একসূত্রে বাঁধা পড়ল। গাঁটছড়া বাঁধল ২ সংগঠন। একসঙ্গে মিশে গিয়ে এখন একটিই সংগঠনের রূপ নিয়েছে ২টি।

এই সংগঠন মূলত দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর কাজ করবে। অলাভজনক সংস্থা হিসাবেই কাজ করবে বিরাট ও অনুষ্কার এই যৌথ সংগঠন।

‘সেভা’ নামে এই সংগঠন দুঃস্থ, দরিদ্রদের পাশে গিয়ে দাঁড়াবে। যত বেশি সংখ্যক পারা যায় মানুষের পাশে দাঁড়ানোই এখন ২ সেলেব্রিটির উদ্দেশ্য।

কোনও একটি মাত্র ক্ষেত্রেই সেভা-র কর্মকাণ্ড বাঁধা পড়ে থাকবে না বলেও জানানো হয়েছে। সমাজের জন্য যা ভাল, মানবিক মূল্যবোধের জন্য যা প্রয়োজন তা করে যাবে এই সংস্থা।

এর পাশাপাশি অনুষ্কা শর্মা তাঁর প্রাণি কল্যাণে বছরের পর বছর ধরে করে আসা কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। অন্যদিকে বিরাট কোহলিও খেলার জগতে স্কলারশিপ প্রদান এবং খেলোয়াড়দের স্পনসর করার কাজ চালিয়ে যাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button