Astro Tips
অকারণ ঝুট-ঝামেলা, অশান্তি থেকে মুক্তির সহজ উপায়
অকারণ ঝুট-ঝামেলা, অশান্তি, সম্মানহানি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া টোটকা।

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
প্রতিদিন রাতে শোয়ার আগে, যে খাটে আপনি ঘুমান, সেই খাটের নিচে একটা পাত্রে সামান্য জল রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে জলটুকু ফেলে দিন বাইরে। এতে নানান রোগ থেকে মুক্তি, সম্মানহানি, অকারণ ঝুট-ঝামেলা অশান্তি এবং অন্যান্য দুর্যোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিনের এই ক্রিয়াতে সংসারের অশেষ কল্যাণ হয়। — তথ্য — শিবশংকর ভারতী