প্রথম ১০-এ জায়গা, বিশ্ব সবুজেও বাজিমাত করল ভারত
ভারত বিশ্বের সামনে নানা ক্ষেত্রেই তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। এবার বিশ্ব সবুজেও তারা প্রথম ১০টি দেশের মধ্যে জায়গা করে নিল।

বিশ্বের সামনে ভারতের দাপট অব্যাহত। এবার ভারত দাপট দেখাল বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন সবুজেও। বিশ্বজুড়েই যত নগরায়ন হয়েছে ততই কমেছে জঙ্গল, গাছপালা। সেসব কেটেই মানুষ শহরকে বড় করেছে। উন্নত করেছে তাদের জীবনযাত্রা।
কিন্তু সবুজ ছাড়া যে আগামী অসম্পূর্ণ সেটা হয়তো বুঝেও বুঝতে পারেনা। ভারতেও নগরায়ন হয়েছে। যত উন্নয়ন হয়েছে, নানা নতুন নতুন জায়গায় নগর গড়ে উঠেছে।
গাছপালা কেটে ফেলে অনেক জায়গা শহর হয়ে উঠেছে কয়েক বছরে। কিন্তু একটি তথ্য এবার সামনে এল। এসবিআই রিসার্চ রিপোর্ট যা সামনে আনল তা যে কোনও ভারতীয়ের জন্য গর্বের।
ভারতে নগরায়ন থেমে থাকেনি। তবে ১৯৯১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের মোট ভূভাগের যতটা সবুজে ঢাকা ছিল, ততটাই রয়ে গিয়েছিল। কমেওনি, বাড়েওনি। কিন্তু ২০১১ সালের পর থেকে দেখা গেছে ভারতে যেমন দ্রুত গতিতে নগরায়ন হয়েছে, তেমনই ভারতের সবুজ ঢাকা জমি বেড়েছে।
শুনে অবাক লাগলেও এটাই রিপোর্টে উঠে এসেছে। ভারতে তাল মিলিয়ে বেড়েছে সবুজ। এর পিছনে রয়েছে নতুন নগরায়নের ক্ষেত্রে গাছ লাগানোয় বিশেষ নজর দেওয়া, বৃক্ষরোপণ সম্বন্ধে মানুষকে সজাগ করে তোলা, বন সংরক্ষণে জোর দেওয়া এবং সঠিকভাবে জমির ব্যবহার।
যা একাধারে নগরায়ন বাড়ার পাশাপাশি বৃক্ষ নিধনের জায়গায় সবুজে ঘেরা জায়গা বাড়িয়ে দিয়েছে। এখন ভারত তার দেশের মাটিতে যতটা সবুজ ধরে রেখেছে তা বিশ্বের ১০টি এমন দেশের মধ্যে তাদের জায়গা করে দিয়েছে। অথচ ভারতে ২০১১ সালের পর শহরে থাকা মানুষের সংখ্যা কমপক্ষে ৪ শতাংশ বেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা