জনপ্রতিনিধিদের ঔদ্ধত্য দেখানোর কোনও জায়গা নেই। সাধারণ মানুষের সঙ্গে তাঁদের সবসময়ে ভাল ব্যবহার করতে হবে। খারাপ ব্যবহারের কথা কানে এলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে আগামী বারে টিকিট দেওয়া নিয়ে তিনি নিজে ভেবে দেখবেন। এদিন দলীয় বৈঠকে তৃণমূল নেতাদের একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে কার্যত তাঁর তরফে চরম হুঁশিয়ারি হিসাবেই দেখছেন অনেকে। সম্প্রতি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের গাড়ির সামনে এক শিক্ষক স্কুটার নিয়ে এসে পড়েন। ফলে সাংসদের কিছুটা সময় নষ্ট হয়। অভিযোগ এরপরই শিক্ষকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন অপরূপা পোদ্দার। খবরটি ছড়িয়ে পড়ে। ফলে সে খবর মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছয়। এদিন বৈঠকে সেখান থেকেই শুরু করেন মমতা। সোজা অপরূপা পোদ্দারকে দাঁড় করিয়ে তাঁকে শাসন করেন তিনি। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার সামনে পড়ে অবশেষে তাঁর কাজের জন্য ক্ষমা চেয়ে নেন অপরূপা। এদিন মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের আচার আচরণের পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষা নিয়েও ক্লাস নেন। দলে যাঁরা পুরনো তাঁদের সম্মান করার কথা জানিয়ে দেন তিনি। তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে যে উন্নয়নমূলক কর্মসূচি চলছে তাতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেননা বলেও সকলের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Read Next
September 3, 2024
সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর বড় পদক্ষেপ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের
August 28, 2024
ধর্ষণ হলে ফাঁসির শাস্তির বিল আনার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, অন্য বার্তা চিকিৎসকদেরও
August 27, 2024
নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, বুধবার রাজ্যে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল বিজেপি
August 25, 2024
আগামী মঙ্গলবার অভূতপূর্ব সুরক্ষা বলয়ে মুড়ছে নবান্ন
Related Articles
Show one comment