SciTech

নদী শুকিয়ে যেতেই বেরিয়ে পড়ল দানব পায়ের ছাপ

খরা অনেক নদীর জল শুকিয়ে দিচ্ছে। যার প্রভাবে চিরদিন জলের তলায় থাকা নদীতল এখন সামনে এসে পড়ছে। তেমনই একটি নদী শুকোতেই চক্ষু ছানাবড়া।

যেখান দিয়ে এখন নদী বয়ে গেছে সেখানে ১১ কোটি ৩০ লক্ষ বছর আগেও কি নদীই ছিল? নাকি ছিল সাধারণ জঙ্গল পথ! কারণ ওই মেঝেতে যে ছাপ মিলেছে তা দেখার পর যে কারও হাড় হিম হয়ে যেতে পারে।

ইউরোপ ও আমেরিকা জুড়ে এখন অস্বাভাবিক গরমের দাপট চলছে। যার হাত ধরে কখনও না হওয়া ঘটনা ঘটছে। অনেক নদীর জল শুকিয়ে যাচ্ছে। জল উবে যাওয়ায় বেরিয়ে পড়ছে নদীর তলদেশ। যা এখন বিচরণ ভূমির মত খোলা আকাশের নিচে পড়ে আছে শুকনো মাঠ হয়ে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তেমনই একটি নদীর তলদেশ সামনে আসতে বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সকলে ছুটছেন সেই পাথুরে জমি চোখের দেখা দেখতে। না নদীর তলদেশটা দেখার উৎসাহে নয়, বরং সেই পাথুরে তলদেশে যে সুগভীর পায়ের ছাপ রয়েছে তা দেখতে।

কল্পনার দানবের পায়ের ছাপ যেমন অতিকায় হয় ঠিক তেমন। তার দেহের চাপে পা ফেলার পর মাটি সে সময় ঢুকে গিয়েছিল। ফলে সুবিশাল এবং সুগভীর ছাপ স্পষ্ট। যা বিজ্ঞানীরা জানাচ্ছেন আদপে অ্যাক্রোক্যান্থোসরাস ডাইনোসরের পায়ের ছাপ।

আমেরিকার টেক্সাসের পালুক্সি নদীর জল খরায় শুকিয়ে গেছে। তার ফলেই বেরিয়ে এসেছে নদীর তলায় লুকিয়ে থাকা এই পরপর পায়ের ছাপ। যা থেকে পরিস্কার যে ওখান দিয়ে হেঁটে গিয়েছিল অ্যাক্রোক্যান্থোসরাস।

এই জায়গায় ডাইনোসরদের অবাধ বিচরণ ছিল এটা আগেই জানা গিয়েছিল। যে কারণে এই জায়গাকে বলা হয় ডাইনোসর ভ্যালি স্টেট পার্ক। তবে এবার একদম নতুন ডাইনোসরের পায়ের ছাপ মিলেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *