Kolkata

শিশুপাচার কাণ্ডে রূপা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি

শিশুপাচার কাণ্ড নিয়ে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি আধিকারিকরা। প্রায় ২ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর গলফগ্রিনের বাড়িতে গিয়ে এই জিজ্ঞাসাবাদ পর্ব সারা হয়। শিশুপাচার কাণ্ডে রাজ্যের ১ বিজেপি নেত্রী জুহি চৌধুরী ও চন্দনা চক্রবর্তীকে আগেই গ্রেফতার করেছে সিআইডি। সেই সূত্র ধরেই রূপাকে জিজ্ঞাসাবাদ। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ ভবানী ভবন থেকে সিআইডি-র দুই মহিলা আধিকারিক রূপা গঙ্গোপাধ্যায়ের বাড়ির উদ্দেশে রওনা দেন।

এদিকে জানালায় দাঁড়িয়ে রূপা সাংবাদিকদের জানিয়ে দেন তিনি সিআইডি-র অপেক্ষায় আছেন। কোনও আগাম জামিনের আবেদনও তিনি করেননি বলেই জানান রূপা। এদিন ঘণ্টা ২ জিজ্ঞাসাবাদের পর সিআইডি আধিকারিকরা বেরিয়ে এসে জানান তাঁরা রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এতক্ষণ কথা বলেছেন। পরে আবার দরকার পড়লে তাঁরা আসবেন। বিজেপি অবশ্য রূপা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পিছনে বিদ্বেষমূলক ষড়যন্ত্রের অভিযোগ সামনে এনেছে। এদিন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেন, এক্ষেত্রে রাজ্যের ক্ষমতাকে কাজে লাগানো হচ্ছে। এটা আসলে রাজনৈতিক লড়াই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *