World

লন্ডনে ফের সন্ত্রাস আতঙ্ক, ফুটপাথে গাড়ি, আহত বহু

লন্ডনবাসীর পিছু ছাড়ছে না আতঙ্ক। পরিস্থিতি ক্রমশ এমন জায়গায় পৌঁছচ্ছে যে মানুষ ঘর থেকে বার হতে ভয় পাচ্ছেন। লন্ডন শহরের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম একটি দ্রষ্টব্য স্থান। ফলে সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। শনি, রবিবার ভিড়টা আরও একটু বেশিই থাকে। শনিবার সেই মিউজিয়ামের কাছের রাস্তায় আচমকাই একটি গাড়ি ফুটপাথে উঠে আসে। ফুটপাথে তখন বহু মানুষ হেঁটে চলেছেন। কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে গাড়ি উঠে আসে তাঁদের ওপর। তারপর একের পর এক মানুষকে ধাক্কা মেরে এগিয়ে যেতে থাকে। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করছে লন্ডন পুলিশ।

কিন্তু কি উদ্দেশ্যে এভাবে একজন গাড়ি নিয়ে ফুটপাথে উঠে এল। এত মানুষকে আহত করল। শহর জুড়ে আতঙ্ক ছড়াল তা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও সন্ত্রাসবাদের যোগ থাক বা না থাক, লন্ডনবাসী কিন্তু ফের নতুন করে আতঙ্কের আবহে পড়লেন। একের পর এক ঘটনা কিন্তু তাঁদের ক্রমশ মানসিকভাবে আতঙ্কগ্রস্ত করছে বলেই মনে করছেন অনেকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *