National

ভোটে লড়তে পারেন লালকৃষ্ণ আডবাণী

বিজেপির সাংগঠনিক পদ হোক বা কেন্দ্রীয় মন্ত্রীর পদ। ৭৫ বছর পার করলেই এসব থেকে দূরে থাকতে হবে দলের বৃদ্ধ নেতাদের। অলিখিত হলেও এমন এক দলীয় নীতি বিজেপিতে চালু করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমত লালকৃষ্ণ আডবাণী বা মুরলী মনোহর যোশীর মত নেতারা দলেই নামসর্বস্ব হয়ে পড়েন। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে এবার সেই বর্ষীয়ান নেতাদেরই ফের সামনে আনতে পারে বিজেপি। অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে।

Bharatiya Janata Party
ফাইল : দিল্লিতে বিজেপির সদর দফতর, ছবি – সৌজন্যে – ট্যুইটার

এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি। ভোটের দিনক্ষণ ঘোষণার পরই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। তবে বিজেপির সূত্র মারফত সংবাদ সংস্থা জানাচ্ছে, আডবাণী ও যোশীর ভোটে দাঁড়ানোয় দলীয় নেতৃত্ব সবুজ সংকেত দিয়ে দিয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Lal Krishna Advani
ফাইল : লালকৃষ্ণ আডবাণী, ছবি – আইএএনএস

৯১ বছরের লালকৃষ্ণ আডবাণী এখন লোকসভার সবচেয়ে বয়স্ক সাংসদ। ১৯৯১ সাল থেকে গুজরাটের গান্ধীনগর থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তিনি। এখনও পর্যন্ত ৫ বার সেখান থেকে জিতেছেন তিনি। তাও আবার বড় ব্যবধানে। তাই তাঁকে ফের ওই আসন থেকে দাঁড় করাতে পারে বিজেপি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *