Kolkata

পুলিশ কড়া হতেই লকডাউন সফল

পুলিশ কড়া হলে যে লকডাউনকে যথার্থ অর্থেই লকডাউন করা যায় তা পরিস্কার প্রমাণ হয়ে গেল বৃহস্পতিবার।

কলকাতা : করোনা চেন ভাঙতে নতুন করে লাগু হওয়া সপ্তাহে ২ দিনের লকডাউনের বৃহস্পতিবার ছিল প্রথম দিন। এতদিনে লকডাউন শব্দটা তো বটেই লকডাউনের সঙ্গেও পরিচিত মানুষ। কিন্তু বৃহস্পতিবার যেন এক অন্য লকডাউন নজর কাড়ল। কারণটা অবশ্যই পুলিশি কড়াকড়ি। আর পুলিশ যদি কড়া হয় তাহলে লকডাউন শব্দটাকে যে যথার্থ সম্মান দেওয়া সম্ভব তা এদিন রাজ্যের প্রান্তে প্রান্তে দেখা গেল।

কলকাতা এমনিতেই বৃহস্পতিবার ছিল বৃষ্টি ভেজা। তারমধ্যেই বেশ কিছু মানুষ বেরিয়েছিলেন রাস্তায়। পুলিশি নজরদারিও ছিল প্রখর। কী কারণে তাঁরা বাইরে তা জানতে চেয়েছেন সকলকে ধরে ধরে। যুক্তিসঙ্গত উত্তর না পেলেই নেওয়া হয়েছে ব্যবস্থা। লাঠিপেটার ছবিও নজর কেড়েছে। অপ্রয়োজনে রাস্তায় দেখলেই পুলিশি কড়াকড়ি এদিন বেলা বাড়তেই চারদিককে সুনসান করে দিয়েছে। যে কজন মানুষ বার হওয়ার চেষ্টাও করেছিলেন অযৌক্তিক যুক্তি দেখিয়ে তাঁদের বিরুদ্ধে পুলিশ কড়া হতেই তার সুফল মিলেছে হাতেনাতে। কলকাতা সহ গোটা রাজ্য এদিন সফল ধর্মঘটের চেহারা নেয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রাস্তায় এদিন কেবল দেখা মিলেছে পুলিশের। মোড়ে মোড়ে পুলিশ। তারা কড়া অবস্থান নিচ্ছে। বহু মানুষ এতে খুশি। তাঁদের বক্তব্য লকডাউনটা শুরু থেকেই এমনভাবে করতে পারলে আজকে করোনার বাড়বাড়ন্তটা এভাবে হয়তো দেখতে হত না। মার্চ থেকে লকডাউন তো প্রায় ৭০ দিনের মত চলেছে। কিন্তু এমন লকডাউন দেখা যায়নি। এ সপ্তাহে পরের লকডাউন আগামী শনিবার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *