World

রাতভোরে প্রবল ভূমিকম্প, মাত্রা ৬.৬

রাতের আঁধার তখনও কাটেনি। তার আগেই প্রবল কম্পনে থরথর করে কেঁপে উঠল বরফাবৃত এলাকা, বাড়িঘর।


লাসা : তখনও রাত কেটে ভোর হয়নি। ঘড়িয় কাঁটায় ৪টে ৭ মিনিট। সকলেই প্রায় ঘুমে অচেতন। তারমধ্যেই আচমকা ঘুম গেল উড়ে। থরথর করে কাঁপছে সবকিছু। ঘুমের ঘোর কাটতে মুহুর্ত সময় নিল। তারপর আতঙ্কে বহু মানুষ বেরিয়ে এলেন বাড়িঘর ছেড়ে। বৃহস্পতিবার ভোরে এই কম্পন অনুভূত হয় তিব্বতে।


তিব্বতের নিয়ামি কাউন্টিতে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৬.৬। যা তীব্র কম্পন হিসাবেই ধরা হয়ে থাকে। মাটির ১০ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। রঙ্গমার টাউনশিপের মাত্র ২০ কিলোমিটার দূরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। ফলে সেখানে প্রবলভাবে কম্পন অনুভূত হয়।


তিব্বতের অনেক জায়গাতেই এদিনের কম্পন অনুভূত হয়েছে। যে রঙ্গমারের পাশেই ছিল কেন্দ্রস্থল সেই রঙ্গমার এলাকা সমতল থেকে ৫ হাজার কিলোমিটার উপরে অবস্থিত। অবশ্য বেলা বাড়ার পর মানুষের আতঙ্ক কমে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। বিদ্যুৎ, জল সরবরাহ, টেলিযোগাযোগ ব্যবস্থা ঠিক রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *