ভক্তদের জন্য সুসংবাদ, আরও সহজ হতে চলেছে পুরীর জগন্নাথ দর্শন
পুরী বাঙালিদের তীর্থস্থানও বটে, আবার ঘোরার জায়গাও বটে। আর পুরীর সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার শ্রী জগন্নাথ মন্দির। সেই জগন্নাথদেব দর্শন এখন সহজ হচ্ছে।
বাঙালিরা কটা দিনের জন্য পুরী ঘোরাটা ঘুরেই নেন। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যিনি জীবনে একবারও পুরী যাননি। অল্প সময়ের মধ্যে পৌঁছনো যায় সমুদ্রের ধারে। আবার দর্শন করা হয় শ্রী জগন্নাথদেবকেও।
পুরীর মন্দির গত ২ বছর ধরে বারবার বন্ধ হয়েছে ভক্তদের জন্য। পুরীর অন্যতম আকর্ষণ সেখানকার রথযাত্রা গত ২ বছর ধরে ভক্ত শূন্য অবস্থায় পালিত হয়েছে। যদিও বা মন্দির খুলছে তো একগুচ্ছ নিয়ম পালন করে তবেই সেখানে প্রবেশাধিকার মিলছে।
এখনও সেই নিয়মের বন্ধন অটুট। তবে এবার মন্দিরে ভক্ত প্রবেশের নিয়ম অনেকটাই শিথিল হচ্ছে। যা মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের জন্য সুখবর বয়ে এনেছে।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শিথিল হচ্ছে মন্দিরে প্রবেশের নিয়ম। ওইদিন থেকে আর ভক্তদের মন্দিরে প্রবেশের জন্য টিকার ২টি ডোজ নেওয়া হয়েছে কিনা তার প্রমাণ দাখিল করতে হবে না। অর্থাৎ ডবল ডোজের সার্টিফিকেট আর মন্দিরে প্রবেশের জন্য দেখাতে হবেনা। এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
তবে বাকি নিয়ম অব্যাহত থাকবে। মুখে মাস্ক রাখা। দূরত্ববিধি বজায় রাখা। মন্দির প্রতি রবিবার বন্ধ রাখা। এগুলি যেমন চলছে চলবে।
রবিবার মন্দির জীবাণুমুক্তকরণের জন্য এখন বন্ধ রাখা হচ্ছে। দেশজুড়ে তো বটেই, ওড়িশায় এখন সংক্রমণ নিম্নমুখী হওয়ায় নিয়ম শিথিল করল মন্দির কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা