National

ব্যাগে ভর্তি ব্রাউন সুগারের প্যাকেট, সীমানা পেরোতেই আটক মহিলা

১ কিলো ৮১৭ গ্রাম নিষিদ্ধ মাদক নিয়ে মণিপুরে ঢুকে পড়লেও শেষ রক্ষা হয়নি। ওই বিশাল পরিমাণ ব্রাউন সুগার সহ পুলিশের জালে ধরা পড়ল এক মায়ানমারের মহিলা। মণিপুরের পূর্ব প্রান্তের বিস্তীর্ণ সীমান্তের ওপারে মায়ানমার। আর মায়ানমার থেকে মণিপুরের ওই সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার ঘটনা নতুন কিছু নয়। এদিন মণিপুরের সীমান্তবর্তী শহর মোরে থেকে ওই মহিলাকে আটক করে পুলিশ।

Arrest
প্রতীকী ছবি

মণিপুর সীমান্তে পাহারারত পুলিশ ও অসম রাইফেলসের কাছে গোয়েন্দা সূত্রে খবর ছিল যে সীমানা পার করে নিষিদ্ধ মাদক ভারতে ঢুকতে পারে। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর সাড়ে ৬টা নাগাদ সীমান্ত পার করে ভারতে প্রবেশ করতে দেখা যায় এক মহিলাকে। মায়ানমার থেকে ভারতের ঢোকার পর তার পথ আটকান সীমান্তরক্ষীরা। মহিলার কাঁধে একটা ব্যাগ ঝুলছিল। সেই ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে ১৪৩টি ব্রাউন সুগারের প্যাকেট।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Indian Army
ফাইল ছবি

সীমানা পেরিয়ে অবলীলায় কাঁধের ব্যাগে যে পরিমাণ ব্রাউন সুগার নিয়ে ওই মহিলা ভারতে ঢোকেন তার আনুমানিক মূল্য শুনলে চোখ কপালে উঠতে পারে। আন্তর্জাতিক বাজারে ওই ব্রাউন সুগারের দাম প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *