National

রাস্তা বা রেস্তোরাঁয় ঠান্ডা সরবত খান, এই ঘটনাটা চোখ খুলে দেবে

গরমকালে রাস্তায় দীর্ঘ সময় কাটানোর পর অনেকেই প্রাণ জুড়োতে ঠান্ডা সরবতে চুমুক দেন। এরপর তা দেওয়ার আগে এই ঘটনাটা আপনার জেনে রাখা দরকার।

গরম ক্রমশ বেড়ে চলেছে। তা বলে কাজ তো আর থেমে থাকবেনা। ফলে রাস্তায় দীর্ঘ সময় কাটাতে হচ্ছে। স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকান সর্বত্রই ব্যস্ত মানুষজন। গরমে নাজেহালও।

এই অবস্থায় গরমে ক্লান্ত, অবসন্ন শরীরকে একটু চাঙ্গা করে নিতে অনেকেই রাস্তায় বা কোনও সরবতের দোকানে ঠান্ডা সরবতে চুমুক দিতে পছন্দ করেন। মিল্কশেক থেকে আখের রস, লস্যি থেকে সরবত, লেবুজল থেকে ফালুদা, ফলের রস থেকে ছোটদের পছন্দের বরফের গোলা, সবেরই এখন দেদার বিক্রি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অনেকে রেস্তোরাঁতেও বসে অন্য নানা ঠান্ডা পানীয়েও প্রাণ জুড়োন। আর এ সবেই দরকার পড়ে বরফ। যে ঘটনা সামনে এল তারপর সেটা কতটা নিরাপদ তা নিয়ে একটা প্রশ্ন উঠেই গেল।

এর আগে যে বরফের কারখানায় বরফ তৈরি হয় সেখানে বরফ তৈরির জন্য যে জল ব্যবহার হয় তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এবার তো তার চেয়ে বেশি চিন্তার কারণ হল ইঁদুর।

রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার সরবতের দোকানে বরফে চাঁই যোগান দেওয়ার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বরফের কারখানা থেকে আনা বরফের মধ্যে একটা সন্দেহজনক কিছু দেখতে পান। খতিয়ে দেখতে গিয়ে তিনি চমকে ওঠেন।

দেখেন একটি আস্ত ইঁদুর বরফের চাঁইয়ের মধ্যে রয়েছে। বরফে থাকায় তার শরীরটা একদম এক রয়ে গেছে। এই বরফের চাঁইটি রাস্তার ধারের সরবতের দোকান হোক বা রেস্তোরাঁ, কোথাও না কোথাও তো যেতই।

ওই ব্যক্তি অবশ্য ইঁদুর বরফের চাঁইয়ে দেখতে পাওয়ার পর তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেন। যা ভাইরালও হয়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। ওই বরফের চাঁই জুনার-এর একটি করাখানায় তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *