National

এবার বর্ষা কেমন হবে জানাল আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা

বর্ষা কেমন হবে? এ প্রশ্নটা সকলের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। এবার গ্রীষ্ম আসার আগেই জানা গেল বর্ষা কেমন কাটবে সকলের।

খাতায় কলমে গ্রীষ্ম আসেনি। কিন্তু তার আগেই বর্ষার কথা জানা গেল। এবছর কেমন বর্ষা হবে তা নিয়ে পূর্বাভাস সামনে আসতে শুরু করল। এর আগে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তা অনুযায়ী এবার লা নিনা সক্রিয় হতে চলায় ভারী বৃষ্টি হতে পারে ভারতে। এবার বেসরকারি সংস্থা স্কাইমেট জানাল এবার কেমন জল পেতে চলেছে দেশবাসী। বর্ষা কেমন হবে।

স্কাইমেট জানাচ্ছে, এবার ভারতে স্বাভাবিক বর্ষা হতে চলেছে। যা কৃষকদের জন্য অবশ্যই সুখবর। যা ভারতীয় অর্থনীতির জন্যও সুখবর। গতবছর খামখেয়ালি বর্ষা মোটেও কৃষকদের মুখে হাসি ফোটাতে পারেনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কোথাও অতিবর্ষা তো কোথাও অনাবৃষ্টি, বর্ষা এক অন্য পরিস্থিতি সৃষ্টি করেছিল। গতবছর এল নিনো সক্রিয় ছিল। এবার কিন্তু দেশ জুড়েই স্বাভাবিক বর্ষার কথা জানাচ্ছে স্কাইমেট।

জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এবার বর্ষা হবে ১০২ শতাংশ। স্কাইমেটের দাবি, দেশের দক্ষিণভাগ, পশ্চিমভাগ এবং উত্তর পশ্চিম ভাগে খুবই ভাল বর্ষা হতে চলেছে এবার বর্ষাকাল জুড়ে।

ভারতের প্রায় অর্ধেক এমন চাষ জমি রয়েছে যেখানে জলসেচ হয়না। সেই মাটি সারাবছর তাকিয়ে থাকে ভাল বর্ষার দিকে। অতিবর্ষা নয়, কম বর্ষাও নয়, এবার ভাল বর্ষার যে পূর্বাভাস স্কাইমেট দিল তা মিলে গেলে দেশের কৃষকদের প্রভূত উপকার হবে।

তাছাড়া দেশের যত জলাশয় রয়েছে সেগুলি পূর্ণ হলে সারাবছর জলের সমস্যা থাকবেনা। খোদ মুম্বই শহরের জল সরবরাহই বর্ষার জল ধরে রাখার ওপর অনেকটা নির্ভরশীল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *